এবার মিথিলাও করোনায় আক্রান্ত

অভিনেত্রী  রাফিয়াত রশিদ মিথিলাও করোনার থাবায় পড়লেন।গতকাল (৭ জানুয়ারি) তার কোভিড টেস্ট পজিটিভ এসেছে  নিশ্চিত করেছেন এই তারকা।ফলে পরিবারের তিন সদস্যই এখন ভাইরাসটিতে আক্রান্ত হলেন। তবে এরমধ্যে স্বামী ও সন্তানের জ্বর কমেছে বলে জানান।

এর আগে চলতি বছরের প্রথমদিনই করোনায় আক্রান্ত হন মিথিলার স্বামী নির্মাতা সৃজিত মুখার্জি। এরপর ৫ জানুয়ারি মিথিলা-তাহসানের কন্যা আইরা তেহরীম খানেরও পজিটিভ আসে।বর্তমানে তারা কলকাতায় নিজেদের বাসাতেই আছেন।

মিথিলা বলেন, ‘কয়েক দিন ধরেই আমরা সাবধানে ছিলাম। কিন্তু আমার মধ্যেও করোনার লক্ষণ ছিল। হালকা কাশি ও ঠাণ্ডা ভাব। ফলে ৩-৪ দিন আগে পরীক্ষা করিয়েছিলাম। তখন কিন্তু নেগেটিভ এসেছিল। গত পরশু (বৃহস্পতিবার) আবারও নমুনা পরীক্ষা করালে গতকাল বিকালে পজিটিভ রিপোর্ট আসে।’

মিথিলা জানান, এখন অল্প কাশি ও ঠাণ্ডা আছে। এছাড়া তিনি আর কোনও সমস্যা অনুভব করছেন না। বললেন, ‘দোয়া করবেন, যেন দ্রুত সেরে উঠতে পারি।’

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 + twenty =