‘এভরিথিং এভরিহোয়্যার…’ সাত বিভাগে অস্কার জিতেছে  

এবার ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৫তম আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে । লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে রোববার সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার সকাল) এভরিথিং এভরিহোয়্যারের জয়জয়কার। দুই নির্মাতা ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার। অভিনেত্রী মিশেল ইয়ো পেয়েছেন সেরা অভিনেত্রীর অস্কার। সব মিলিয়ে সাতটি অস্কার পেয়েছে এভরিথিং এভরিহোয়্যার।

মিশেল ইয়ো প্রথম এশিয়ান-আমেরিকান, যিনি সেরা অভিনেত্রীর অস্কার জিতেছেন। ‘দ্য হোয়েল’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার অস্কার পেয়েছেন অভিনেতা ব্রেন্ডন ফ্রেজার। পার্শ্বচরিত্রের দুটি পুরস্কারই গেছে সেই এভরিথিং এভরিহোয়্যারের দুই কুশলীর হাতে। জেমি লি কার্টিস পেয়েছেন পার্শ্বচরিত্রের সেরা অভিনেত্রীর পুরস্কার। আর কে হুই কোয়ান পেয়েছেন পার্শ্বচরিত্রে সেরা অভিনেতার পুরস্কার।

এবার অস্কারে ১১ বিভাগে মনোনয়ন পাওয়া এই সাই-ফাই কমেডি ড্রামা যে বড় সাফল্য পাবে, তা অনেকটা অনুমিতই ছিল। এর আগের পুরস্কারের আসরগুলোতেও এভরিথিং এভরিহোয়্যার দারুণ সাড়া পেয়েছিল।অস্কারে সেরা সিনেমার লড়াইয়ে আরও ছিল অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার, দ্য বানশিজ অব ইনিশেরিন, এলভিস, দ্য ফেবলম্যানস, টার,টপ গান: ম্যাভেরিক, ট্রায়াঙ্গল অব স্যাডনেস ও উইমেন টকিং। সবাইকে টপকে গেছে এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ানস।

অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রসহ চারটি বিভাগে অস্কার পেয়েছে। আর দ্য হোয়েল পেয়েছে দুটি অস্কার, যার একটি হল সেরা অভিনেতার পুরস্কার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fifteen − eleven =