‘এমআর-নাইন’ সিনেমায় এলিনা শাম্মী

এলিনা শাম্মী ‘এমআর-নাইন’ সিনেমায় অভিনয় করবেন। ‘মাসুদ রানা: ধ্বংসপাহাড়’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি।

দুই দিন আগে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন এলিনা। তা জানিয়ে এ অভিনেত্রী বলেন, চরিত্রটি গুরুত্বপূর্ণ। রাজধানীর মিরপুর সুইমিং কমপ্লেক্সে গত বৃহস্পতিবার থেকে শুটিং শুরু হয়েছে, চলবে ২৯ জুন পর্যন্ত। সিনেমার পরিচালক আসিফ আকবর। তার পরিচালনায় আমেরিকার লাস ভেগাসে হয়েছে সিনেমাটির দৃশ্যধারণের কাজ। তাঁর অভিনীত অন্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘টুঙ্গিপাড়ার দু:সাহসী খোকা’ , জলরঙ, ছায়াবৃক্ষ, ওয়েবফিল্ম সিন্ডিকেট, মধ্যবিত্ত ।

‘এমআর-নাইন’ সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন আসিফ আকবর, আব্দুল আজিজ এবং নাজিম উদ দৌলা। বাংলাদেশের প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া, লস অ্যাঞ্জেলেসভিত্তিক আল ব্রাভো ফিল্মস এবং এমআর-নাইন ফিল্মস সিনেমাটি প্রযোজনা করছে।

এ ছাড়াও আনিসুর রহমান মিলন এবং শহিদুল আলম সাচ্চু যুক্ত হয়েছেন ‘এমআর-নাইন’ সিনেমায়। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন-বাংলাদেশি অভিনেতা এ বি এম সুমন।

বার্তা২৪

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 + 18 =