ওটিটিতে প্রথমবার তাহসান-মিথিলা একসঙ্গে

ওয়েব সিরিজ ‘বাজি’ দিয়ে ওটিটিতে অভিষেক হচ্ছে তাহসান-মিথিলার । এটি নির্মাণ করেছেন আরিফুর রহমান। শিগগিরই দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আসছে সিরিজটি।  জানিয়েছেন চরকির সিইও রেদওয়ান রনি।

এ সিরিজে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে তাহসান খানকে। তবে তিনি বাস্তব কোনো ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন কি না, তা জানা যায়নি। তবে ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরেই গল্পটি গড়ে উঠেছে বলে জানা গেছে।

সাসপেন্স ড্রামা ঘরানার এ সিরিজে তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা ছাড়াও অভিনয় করেছেন মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহারসহ অনেকে।

শোবিজ অঙ্গনে জনপ্রিয় তারকা তাহসান খান। সংগীত, সিনেমা, শো সঞ্চালনা আর ছোটপর্দায় সফলভাবে পথ পাড়ি দিয়ে এবার তার অভিষেক হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। তার সঙ্গে থাকছেন  রাফিয়াত রশিদ মিথিলা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

sixteen − four =