ওয়ানডে রেকর্ডে উদ্ভাসিত মুশফিক

২০০৬ সালের আগস্টে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় বাংলাদেশের ডান-হাতি ব্যাটার মুশফিকুর রহিমের। এরপর ২২ গজে লাল-সুবজ জার্সি গায়ে ওয়ানডে ফরম্যাট রাঙিয়েছেন মুশফিক। গত ১৯ বছরে বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে বহু রেকর্ডের জন্ম দিয়েছেন তিনি। ক্যারিয়ার শেষে বহু রেকর্ডের মালিকও মুশফিক। খবর বাসস

সর্বোচ্চ ম্যাচ : বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৭৪  ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড মুশফিকের দখলে।

দ্বিতীয় সর্বোচ্চ রান : ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক মুশফিক। ২৭৪ ম্যাচে ২৫৬ ইনিংসে ৩৬. দশমিক ৪২ গড়ে ৭ হাজার ৭৯৫ রান করেছেন তিনি।

যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি : বাংলাদেশের হয়ে ওয়ানডেতে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি আছে মুশফিকের। সাকিব আল হাসানের সমান ৯টি শতক আছে মুশফিকের। সর্বোচ্চ ১৪ সেঞ্চুরি নিয়ে শীর্ষে তামিম ইকবার।

দ্বিতীয় সর্বোচ্চ হাফ-সেঞ্চুরি : ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ হাফ-সেঞ্চুরি মুশফিকের। ২৭৪ ম্যাচে ৪৯টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। সর্বোচ্চ ৫৬টি হাফ-সেঞ্চুরি যৌথভাবে তালিকার শীর্ষে আছেন তামিম ও সাকিব।

হাফ-সেঞ্চুরির ইনিংস : ওয়ানডেতে ৫৮ বার হাফ-সেঞ্চুরির বা তার বেশি রানের ইনিংস খেলেছেন মুশফিক। যা বাংলাদেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ। এই তালিকায় মুশফিকের উপরে আছেন তামিম (৭০) ও সাকিব (৬৫)।

দ্রুততম সেঞ্চুরি : ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক মুশফিকুর রহিম। ২০২৩ সালে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ২টি ছক্কা ও ১৪টি চারে ৬০ বলে সেঞ্চুরি করেছিলেন মুশফিক।

ছক্কা : ওয়ানডেতে বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ ছক্কার  মালিক মুশফিক। ১০০টি ছক্কা মেরেছেন তিনি। ১০৭ ছক্কা নিয়ে শীর্ষে আছেন মাহমুদুল্লাহ।

দেশ সেরা উইকেটরক্ষক : তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের সেরা উইকেটরক্ষক মুশফিক। টেস্টে ১১৩, ওয়ানডেতে ২৯৭ ও টি-টোায়েন্টিতে ৬২ ডিসমিসাল আছে তার। ওয়ানডে ক্যারিয়ারে ২৭৪ ম্যাচে ২৪১টি ক্যাচ ও ৫৬টি স্টাম্প আউট করেছেন তিনি। ওয়ানডেতে ইতিহাসে সর্বোচ্চ ডিসমিসালে পঞ্চমস্থানে আছেন মুশি।

জুটির রেকর্ড : ওয়ানডেতে বাংলাদেশের হয়ে জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের। দু’জনে ৩ হাজার ৫৪৫ রান করেছেন। মাহমুদুল্লাহর সাথে ২ হাজার ৫৭৪ রান নিয়ে দ্বিতীয়স্থানে আছেন মুশফিক।

জুটিতে সেঞ্চুরির রেকর্ড : ওয়ানডেতে জুটিতে ৭টি সেঞ্চুরি করেছেন মুশফিক ও সাকিব। যা বাংলাদেশের সর্বোচ্চ।

এক ভেন্যুতে রান : এক ভেন্যুতে সর্বোচ্চ রানে দ্বিতীয়স্থানে আছেন মুশফিক। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওয়ানডেতে মুশফিকের রান ২ হাজার ৬৮৪। মিরপুরের ভেন্যুতে সর্বোচ্চ ২ হাজার ৮৯৭ রান আছে তামিমের।

৯৯ রানে আউট : একমাত্র বাংলাদেশি খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ইনিংসে ব্যক্তিগত ৯৯ রানে আউট হয়েছেন মুশফিক। ২০১৮ সালে আবু ধাবিতে অনুষ্ঠিত ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ১১৬ বলে ৯৯ রানে আউট হন তিনি।

এছাড়াও ওয়ানডেতে দু’বার ৯৮ রানে অপরাজিত থাকেন মুশফিক।

সিরিজ সেরা : ওয়ানডতে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ছয়বার সিরিজ সেরা হয়েছেন মুশফিক। এক্ষেত্রে ৭বার সিরিজ সেরা হয়ে সবার ওপরে শুধু সাকিব।

তবে বিশ্ব ক্রিকেটে উইকেটরক্ষক হিসেবে সিরিজ সেরায় দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ও ভারতের মহেন্দ্র সিং ধোনির রেকর্ডে ভাগ বসিয়েছেন মুশফিক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 × 1 =