কণ্ঠশিল্পী দিলরুবা খানের জন্মদিন আজ

শিল্পী আবদুল আলীমের গান গেয়ে গানের জগতে যাত্রা শুরু দিলরুবা খানের। তাঁর বাবা সৈয়দ হামিদুর রহমান রাজশাহী ও রংপুর বেতারের শিল্পী হলেও তিনি চাইতেন না তাঁর মেয়ে গান করুক। তবু গানের ব্যাপারে প্রবল আকর্ষণ আর নিজস্ব প্রতিভাই তাঁকে করে তুলেছে লোকগানের পরিচিত শিল্পী দিলরুবা খান।

টেলিভিশনে নাটকে তাঁর গাওয়া “দুই ভূবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল, রেল লাইন বহে সমান্তরাল” গানটি গাওয়ার পর কখনও তাঁকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

নব্বই দশকের শুরুর দিকে ‘দেখা আরিচা ঘাটে’ গানটি দিয়েই শ্রোতাদের মন জয় করে নেন দিলরুবা খান। এরপর ‘পাগল মন’ তাকে এনে দেয় সার্বজনীন জনপ্রিয়তা। এরই মধ্যে সংগীত জীবনের তিন দশক পার করেছেন। আজ গুণী এই শিল্পীর জন্মদিন।

ডিসিআরইউ শোবিজ অ্যাওয়ার্ড ২০১৮ তে আজীবন সম্মাননা পেয়েছেন তিনি। এই সম্মাননা সকল ভক্তদের উৎসর্গ করেছেন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

9 − six =