কনসার্ট: বিজয় দিবসে গাইবেন জেমস

নামছে শীত, শুরু হয়েছে কনসার্টের মৌসুম। মঞ্চে ব্যস্ত হচ্ছেন শিল্পীরা। প্রিয় শিল্পী বা ব্যান্ডের পারফরম্যান্স সরাসরি উপভোগ করতে সংগীতপ্রেমীরা অপেক্ষায় রয়েছেন। এরই মাঝে ঘোষণা এসেছে তিনটি কনসার্টের। ১৬ ডিসেম্বর ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে বিজয় দিবসের কনসার্টে প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন জেমস। এর পরেই ২০ ডিসেম্বর ঢাকা ও খুলনায় অনুষ্ঠিত হবে দুটি কনসার্ট। খুলনায় গাইবে আর্ক, অর্থহীন, অ্যাভয়েড রাফার মতো জনপ্রিয় ব্যান্ড এবং ঢাকায় রয়েছে এলিটা ও জয়ের আনপ্লাগড কনসার্ট।

বিজয় দিবসে গাইবেন জেমস

মহান বিজয় দিবস উপলক্ষে কনসার্টের আয়োজন করেছে ‘সবার আগে বাংলাদেশ’ নামের সংগঠন। ১৬ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে এ কনসার্ট। এতে প্রধান আকর্ষণ হিসেবে পারফর্ম করবেন নগর বাউল জেমস।

এ কনসার্টে নগর বাউল ছাড়াও গাইবে ব্যান্ড আর্ক, সোলস, শিরোনামহীন, ডিফারেন্ট টাচ, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাস। এ ছাড়া, গাইবেন বিশিষ্ট সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, বেবী নাজনীন, মনির খান, দিলশাদ নাহার কনা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার।

এ কনসার্ট আয়োজনের মাধ্যমে আত্মপ্রকাশ করেছে ‘সবার আগে বাংলাদেশ’ নামের সংগঠনটি। মূলত বিএনপির উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় সংগঠনটি গড়ে উঠেছে। গতকাল রাজধানীতে এক সংবাদ সম্মেলনে কনসার্টের বিস্তারিত তুলে ধরেন সংগঠনের আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। কনসার্টে বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরা হবে বলে জানানো হয়।

জেমসের মুখপাত্র রবিন ঠাকুর বলেন, ‘জেমস ভাই অনেক দিন পর দেশের কোনো ওপেন কনসার্টে গাইবেন। এ মাসেই দেশের বেশ কয়েকটি কনসার্টে গাইবেন। বিজয় দিবসের কনসার্টের শেষ আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন তিনি।’

খুলনায় গাইবে আর্ক, অর্থহীন, রাফা

‘অনেক দিন পর খুলনায় আবার অর্থহীন, জমবে’—ফেসবুকে বেজবাবা সুমন লিখলেন। জানালেন, ২০ ডিসেম্বর খুলনায় হতে যাচ্ছে এ বছরের সবচেয়ে বড় আয়োজন। ‘বিজয়ে তারুণ্য’ শিরোনামের কনসার্টে অর্থহীন ছাড়াও থাকছে জনপ্রিয় ব্যান্ড আর্ক, হাইওয়ে, অ্যাভয়েড রাফা ও এনকোর। তাদের সঙ্গে থাকবে খুলনার দুটি স্থানীয় ব্যান্ড।

জানা গেছে, ২০ ডিসেম্বর শুক্রবার খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ওপেন এয়ার কনসার্ট। আয়োজন করেছে জেন এক্স কমিউনিকেশন এবং ইভেন্ট নামাই। টিকিটের দাম ৩৫০ টাকা, টি-শার্টসহ ৬০০ টাকা।

বিজয়ে তারুণ্য কনসার্টের টিকিট বিক্রি থেকে অর্জিত আয়ের একটি অংশ বৃক্ষরোপণে ব্যয় করা হবে বলে জানিয়েছেন জেন এক্স কমিউনিকেশনের সিইও আশহাব ওয়াদুদ তূর্য। তিনি বলেন, ‘তরুণদের জন্য আমাদের এই আয়োজন। যেখানে অল্প টাকায় সবাই দেশের জনপ্রিয় ব্যান্ডগুলোর গান শুনতে পারবেন। তাঁদের এ টাকা থেকে আমরা খুলনাকে আরও সবুজ করতে ভূমিকা রাখতে পারব। এ কনসার্টে যত টিকিট বিক্রি হবে, সে পরিমাণ চারা রোপণের পরিকল্পনা করেছি। এ বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা হয়েছে। বিজয় দিবস উপলক্ষে আমাদের এই উদ্যোগ। এর মাধ্যমে শহরের তরুণদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে চাই।’

আনপ্লাগড কনসার্ট নিয়ে এলিটা জয়

শীতের আমেজ সুরে সুরে রাঙাতে ২০ ডিসেম্বর আনপ্লাগড কনসার্ট নিয়ে হাজির হচ্ছেন সংগীতশিল্পী এলিটা করিম ও জয় শাহরিয়ার। আজব কারখানা আয়োজিত কনসার্টটি অনুষ্ঠিত হবে রাজধানীর গুলশানের ইএমকে সেন্টারে, বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। ‘আজব আনপ্লাগড’ শিরোনামের এ কনসার্টে দুই শিল্পী ২ ঘণ্টাব্যাপী শোনাবেন তাঁদের গান।

কনসার্টের সহযোগী হিসেবে রয়েছে ইএমকে সেন্টার, আজব রেকর্ডস ও আজব প্রকাশ। টিকিট পাওয়া যাচ্ছে গেট সেট রক ডটকমে। মূল্য ১ হাজার টাকা, ছাত্রদের জন্য বিশেষ ছাড়ে ৫০০। এলিটা করিম বলেন, ‘এই সময়ে নানা কনসার্টে ব্যস্ত থাকতে হয়। তবে এই আয়োজন ভিন্ন। আনপ্লাগড আয়োজনে মনের মতো কিছু গান শোনাব।’

জয় শাহরিয়ার বলেন, ‘অনেক দিন পর ইএমকে সেন্টারে অ্যাকুস্টিক আয়োজনে গাইব। নতুন অ্যালবামের কিছু গান প্রথমবারের মতো শোনাতে চাই শ্রোতাদের। আশা করি, দারুণ একটা সন্ধ্যা কাটবে সবার সঙ্গে গানে গানে।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 × 4 =