কন্যাসন্তানের মা হলেন বিপাশা বসু

মা হলেন অভিনেত্রী বিপাশা বসু। অভিনেতা করণ সিংহ গ্রোভারের সঙ্গে বিয়ের ছ’বছরের মাথায় মা হলেন বিপাশা। এই খবর পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত তাদের ভক্তরা।

অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামাজিকমাধ্যমে জানিয়েছিলেন অভিনেত্রী। তার পর থেকে নানা ছবি ভক্তদের মধ্যে ভাগ করে নিয়েছেন বিপাশা ও করণ। কিছু দিন আগেই ঘটা করে সাধের অনুষ্ঠান হয়েছিল বিপাশার। মা এবং শাশুড়ির আদরে কিছু দিন আগেই বাঙালি বধূর মতো ঘরোয়া ভাবে সাধের ভোজ খেয়েছিলেন অভিনেত্রী।

সাধের অনুষ্ঠানের ট্যাগলাইন দেওয়া হয়েছিল, ‘একটা ছোট্ট বাঁদর আসছে। আমরা তার জন্য অপেক্ষা করছি’। অনুষ্ঠানে অতিথি হিসাবে যারা আমন্ত্রিত, তাঁদের জন্য বিশেষ পোশাকবিধি ঠিক করা হয়েছিল।

২০০১ সালে আজনবি সিনেমা দিয়ে বলিউডে অভিষিক্ত বিপাশা পরে অনেক হিট ছবি দিয়ে দর্শকদের মন কাড়েন। ২০১৫ সালে হরর সিনেমা ‘অ্যালোন’র সেটে বিপাশার সঙ্গে পরিচয় অভিনেতা করন সিং গ্রোভারের। এর পরেই প্রেমের সূচনা। পরিচয় প্রেমে গড়াতে না গড়াতে পরের বছরই বিয়ে করেন তারা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

seventeen − three =