করোনা আক্রান্ত শাবানা আজমি

কোভিড আক্রান্ত  অভিনেত্রী শাবানা আজমি। সোমবার রাতে ইনস্টাগ্রামে নিজের স্বাস্থ্যের খবর দিলেন জাভেদ আখতারের স্ত্রী। সঙ্গে নিজের একটি ছবিও পোস্ট করেছেন শাবানা। ইনস্টাগ্রামে লিখলেন, ‘কোভিড পজিটিভ হয়েছি আজ। বাড়িতেই আলাদা রয়েছি। যারা গত কয়েক দিনে আমার সংস্পর্শে এসেছিলেন, তাদের অনুরোধ, দয়া করে করোনা পরীক্ষা করিয়ে নিন।’

শাবানার এই পোস্টে অভিনেত্রী লিলেট দুবে, দিব্যা দত্ত, সইফ আলি খানের বোন সাবা আলি খান, পোশাক শিল্পী মণীশ মালহোত্র থেকে শুরু করে আরও অনেক তারকা তার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেছেন। কিন্তু বলি প্রযোজক এবং শ্রীদেবীর স্বামী বনি কপূর শাবানার স্বাস্থ্য নিয়ে না, চিন্তিত জাভেদকে নিয়ে। তাই লিখলেন, ‘দয়া করে জাভেদ সাবের থেকে দূরে থাকুন।’ কেবল বনি নন, অনেক অনুরাগীও জাভেদকে নিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন। ৭৭ বছরের গীতিকারের খোঁজখবর নিতে ব্যস্ত সেই পোস্টে।

আনন্দবাজার

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

thirteen − 5 =