করোনা পজিটিভ ফারিয়া শাহরিন

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন লাক্স তারকা অভিনেত্রী ফারিয়া শাহরিন। বর্তমানে বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি। শুক্রবার (১৪ জানুয়ারি) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত এই অভিনেত্রী।

 

গত কয়েক দিন ধরেই অসুস্থ বোধ করছিলেন ফারিয়া শাহরিন। তারপর কোভিড-১৯ পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। এ অভিনেত্রী বলেন, ‘আমি কোভিড-১৯ পজিটিভ। দয়া করে ভিড়ের মধ্যে যাওয়া বন্ধ করুন। মাস্ক পড়ুন। আমার জন্য সবাই দোয়া করবেন।’

 

সবার প্রতি অনুরোধ জানিয়ে ফারিয়া শাহরিন বলেন, ‘আমার মতো বেশি আত্মবিশ্বাসী হবেন না। আপনি করোনার চেয়ে বেশি শক্তিশালী ভাবলেই শেষ! দরকার ছাড়া কেউ বাইরে বের হবেন না। বিয়ের মৌসুম বুঝলাম। কিন্তু বিয়ের দাওয়াত খেতে গিয়ে মইরেন না। আমি অনেক কষ্ট পাচ্ছি। আমার মতো যাতে কেউ কষ্ট না পান তাই অনুরোধ করছি। সুতরাং পরিবার, বাচ্চা-কাচ্চার কথা ভেবে নিরাপদে থাকুন।’

 

বিশ্বব্যাপী করোনা সংক্রমণ বেড়েছে। দেশেও করোনায় নতুন রোগী শনাক্তের সংখ্যা বাড়ছে। বাড়ছে শনাক্তের হার আর মৃত্যুও। ১২ জানুয়ারি সকাল ৮টা থেকে ১৩ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ৩ হাজার ৩৫৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন মোট ১২ জন।

 

সূত্র: বাইজিংবিডি.কম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 × 4 =