করোনা শনাক্ত হার আরও কমে ৪.১৫ শতাংশ

সংক্রমণের নিম্নমুখী ধারায় দেশে দিনে কোভিড রোগী শনাক্তের হার আবার ৫ শতাংশের নিচে নেমে এসেছে। পাশাপাশি সাত সপ্তাহ পর দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা নেমেছে এক হাজারের নিচে।

স্বাস্থ্য অধিদপ্তর শনিবার ২৪ ঘণ্টায় ১৮ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ৭৫৯ জন রোগী শনাক্তের তথ্য জানিয়েছে। তাতে নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়ায় ৪ দশমিক ১৫। এর আগে গত ৬ জানুয়ারি শনাক্তের হার এর চেয়ে কম ছিল। ওই দিন শনাক্তের হার ছিল ৫ দশমিক ৬৭ শতাংশ।

গত ২৪ ঘন্টায় আক্রান্ত নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৪১ হাজার ৮১৬ জন। গত একদিনে আরও ৮ জনের মৃত্যু হয়েছে, এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৪ জনের।

নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আসলে, নতুন বছরের শুরু থেকে দ্রুত বাড়তে থাকে সংক্রমণ। এক পর্যায়ে শনাক্ত রোগীর সংখ্যা ১৬ হাজার ছাড়িয়ে যায়।

এরপর সংক্রমণ ধীরে ধীরে কমতে শুরু করে, ৪ ফেব্রুয়ারি শনাক্ত রোগীর সংখ্যা নেমে আসে ১০ হাজারের নিচে। গত ১৩ ফেব্রুয়ারি তা পাঁচ হাজারের নিচে নামে।

বিডিনিউজ

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eighteen + fifteen =