করোনা শনাক্ত হার কমে ১০.২৪ শতাংশ

ওমিক্রনের দাপট পেরিয়ে দেশে করোনাভাইরাসের সংক্রমণ আরও একটু কমে এসেছে।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সাড়ে ৩৪ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৫৩৯ জন জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।তাতে সংক্রমণের হার দাঁড়িয়েছে ১০ দশমিক ২৪ শতাংশ। আগের দিন এই হার ১২ দশমিক ২০ শতাংশ ছিল।

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তারে চলতি বছরের শুরু থেকে দেশে আবার সংক্রমণ বাড়তে থাকে দ্রুত। গত ১২ জানুয়ারি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ শতাংশ ছাড়ায়। ২৮ জানুয়ারি তা পৌঁছায় ৩৩ দশমিক ৩৭ শতাংশের রেকর্ড উচ্চতায়।

নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ২৬ হাজার ৫৭০ জন।গত এক দিনে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। তাতে মহামারীতে মোট মৃতের সংখ্যা বেড়ে ২৮ হাজার ৯০৭ জন হয়েছে।সরকারি হিসাবে এই সময়ে সেরে উঠেছেন ১১ হাজার ৮০০ জন। তাদের নিয়ে এই পর্যন্ত ১৭ লাখ ২৭ হাজার ৮৬৬ জন সুস্থ হয়ে উঠলেন।

বিডিনিউজ

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × five =