কলকাতা চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেলেন যারা

গতকাল মঙ্গলবার রাতে পর্দা নেমেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৯ তম আসরের। সমাপনী আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি ও নির্মাতা সুধীর মিশ্র। এ ছাড়া কলকাতা থেকে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে হাজির হন অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, ইন্দ্রনীল সেন, চন্দ্রিমা ভট্টাচার্য, গৌতম ঘোষ, ধৃতিমান চট্টোপাধ্যায়, চপল ভাদুড়ী, মমতা শঙ্কর, রাজ চক্রবর্তী প্রমুখ।

এবারের আসরের আন্তর্জাতিক প্রতিযোগিতা অর্থাৎ ‘ইনোভেশন ইন মুভিং ইমেজেস’ বিভাগে পুরস্কার পেয়েছে ইসরায়েলের সিনেমা ‘চিলড্রেন অব নোবডি’। এটির নির্মাতা এরেজ তাদমোর। একই বিভাগে সেরা নির্মাতার পুরস্কার ওঠে ভেনেজুয়েলার পরিচালক কার্লোস ড্যানিয়েল মালায়ের হাতে। তিনি ‘ওয়ান ওয়ে’ ছবির জন্য পুরস্কার পান। ‘চালচিত্র এখন’ সিনেমার জন্য আন্তর্জাতিক বিভাগে বিশেষ জুরি পুরস্কার জিতেছেন পশ্চিমবঙ্গের নির্মাতা ও সংগীতশিল্পী অঞ্জন দত্ত।

উৎসবে বাংলা প্যানোরামা বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতি পরিচালিত ‘মন পতঙ্গ’। এই বিভাগে বিশেষ জুরি পুরস্কার পেয়েছে ‘অসম্পূর্ণ’ নামের একটি ছবি।

এশিয়ান সিলেক্ট তথা নেটপ্যাক অ্যাওয়ার্ড পেয়েছে মিয়ানমারের সিনেমা ‘ব্রোকেন ড্রিমস’। এটির নির্মাতা নিনফোল্ড মোসাইক। ভারতীয় ভাষার প্রতিযোগিতা বিভাগে সেরা ছবি হয়েছে রজনি বাসুমাতারি নির্মিত ‘গড়াই পাখরি’। ‘অভনি কি কিসমত’ ছবির জন্য সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন শনেত অ্যান্থনি। আর বিশেষ জুরি পুরস্কার জুটেছে হাওবাম পবন কুমার নির্মিত ‘‘জোসেফ’স সন’’ ছবির ঝুলিতে।

ভারতীয় প্রামাণ্য বিভাগে সেরা ছবির সম্মান পায় ‘চ্যালেঞ্জ’। সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সম্মান পায় ‘লাস্ট রিহার্সেল’ ছবি। আর নেটপ্যাক বিভাগে সেরা ছবির সম্মান পায় ‘ব্রকেন ড্রিমস স্টোরিজ ফ্রম দ্য মিয়ানমার ক্যু’।

পুরস্কার ঘোষণার আগে সমাপনী অনুষ্ঠান শুরু হয় নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে। সমবেত সেই নৃত্যে অংশ নেন টালিউড তারকা নুসরাত জাহান, কৌশানি মুখার্জি, দেবলীনা কুমার, অনন্যা বন্দ্যোপাধ্যায়, রণিতা দাস ও লাভলি মৈত্র।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

17 + 20 =