কলকাতার ঋষির সঙ্গে অভিনয়ে পড়শী

কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিককে এবার দেখা যাবে গায়িকা পড়শীর বিপরীতে। না, গানের ভিডিও নয়, তারা দুজনই অভিনয় করেছেন নাটকে।সাজিন আহমেদ বাবুর রচনা ও পরিচালনায় নাটকটির নাম ‘মারিয়া ওয়ান পিস’।

‘এখানে আকাশ নীল’, ‘ইষ্টি কুটুম’, ‘মুখোশ মানুষ’র মতো কলকাতার জনপ্রিয় টিভি সিরিয়ালের কল্যাণে এ দেশের দর্শকের কাছে তুমুল জনপ্রিয় ঋষি কৌশিক। দুই বছর আগে এদেশের টিভিতেও কাজ করেছেন। এবার ঈদের আয়োজনে যুক্ত হলেন তিনি।

পড়শী বলেন, ‌‘এর আগেও অভিনয় করেছি। তবে এবারই প্রথম নাটকের প্রধান নারী চরিত্রে অভিনয় করলাম। তাও ওপার বাংলার জনপ্রিয় অভিনেতার বিপরীতে। আশা করছি, দর্শকরা আমাকে আপন করেই নেবেন।’

অন্যদিকে, পরিচালক সাজিন আহমেদ বাবু বলেন, ‘পড়শী যেহেতু গানের শিল্পী, প্রধান চরিত্রে কেমন অভিনয় করে, সেটা নিয়ে একটু চিন্তিত ছিলাম। তবে প্রথম শটটা নেওয়ার পর আমি মুগ্ধ।’  ‘মারিয়া ওয়ান পিস’ নাটকে আরও অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, মম শিউলি, সামিয়া নাহি, তানহা তাবাসউম প্রিয়াঙ্কা ও মধু তালুকদার। আরটিভির ঈদের আয়োজনে এটি প্রচারিত হবে।

পড়শী এর আগে শামিম আহমেদ রনীর চলচ্চিত্র ‘মেন্টাল’-এ অভিনয় করেছেন শাকিব খানের সঙ্গে। ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে অভিনয় করেছেন নাটকেও।

বাংলা ট্রিবিউন

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

four × two =