কাজে ফিরেছেন ক্যান্সার আক্রান্ত কিরণ খের

বলিউড অভিনেত্রী ও রাজনীতিবিদ কিরণ খের ব্লাড ক্যান্সারে আক্রান্ত। যেজন্য বেশ কয়েকমাস তাকে কাজ থেকে দূরে থাকতে হয়েছে। সম্প্রতি তিনি কাজে ফিরেছেন। কাজে ফেরার ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিতে তাকে ল্যাপটপের সামনে বসে কাজ করতে দেখা যাচ্ছে।

মূলত বাসায় বসে ভিডিও কলের মাধ্যমে বেশ কিছু অক্সিজেন উৎপাদক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন বলে ক্যাপশনে জানান কিরণ খের। তার কাজে ফেরাতে উচ্ছ্বসিত স্বামী অনুপম খের। তাই ছবির কমেন্টে স্ত্রীর উদ্দেশ্যে তিনি লেখেন ‘ওয়েল ডান’।

চলতি বছর এপ্রিলে টুইট করে অনুপম জানিয়েছিলেন, এক ধরনের ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন কিরণ। বেশ কয়েক মাস কিরণের স্বাস্থ্যের ব্যাপারে নেটমাধ্যমে অনুরাগীদের আপডেট দিয়ে গেছেন তার ছেলে সিকান্দর খের।

২০২০ সালের নভেম্বরে এই অভিনেত্রীর বামহাত ভেঙে যায়। সেই চিকিৎসা চলাকালীন বিভিন্ন পরীক্ষায় জানা যায় কিরণের বিভিন্ন শারীরিক সমস্যার কথা। ডিসেম্বর থেকে মুম্বাইতে চলছে তার চিকিৎসা। তবে ভারতের রাজ্যসভার সদস্য কিরণ খের এখনো ক্যান্সারমুক্ত হয়েছেন কিনা, সেটা এখনো জানানো হয়নি।

বাংলানিউজ

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 + seven =