কান চলচ্চিত্র উৎসবে রেড কার্পেটে প্রথমবার হাঁটবেন আনুশকা শর্মা

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব কানের ৭৬তম আসরে প্রথমবারের মত আমন্ত্রণ পেয়েছেন বলিউড অভিনেত্রী ও প্রযোজক আনুশকা শর্মা। উৎসবের ‘ওমেন ইন ফিল্ম’ বিভাগে আমন্ত্রণ পেয়েছেন তিনি।মে মাসের ১৬ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত চলবে এই উৎসব। এই প্রথম কানের রেড কার্পেটে হাঁটবেন বলিউড অভিনেত্রী। ভারতের ফ্রেঞ্চ অ্যাম্বাস্যাডারের এক ট্যুইটই উস্কে দিয়েছে আনুশকার  কানে যাওয়ার জল্পনা।

ভারতের ফ্রেঞ্চ অ্যাম্বাস্যাডর  সম্প্রতি একটি ছবি ট্যুইট করেছেন। সেখানে দেখা যাচ্ছে বিরাট কোহলি ও আনুশকা শর্মাকে। ইমানুয়েল লিখেছেন, ‘বিরাট কোহলি ও আনুশকা শর্মার সঙ্গে একটি বৈঠক হয়েছে। আশা করি বিরাট আর ভারতীয় দল তাদের আগামী টুর্নামেন্টগুলিতে দারুণ পারফর্ম করবে। আর আনুশকা সঙ্গে কান ফিল্ম ফেস্টিভ্যালে ওর যাওয়া নিয়েও আলোচনা হয়েছে।’

ছবিতে ভারতীয় নারীদের সম্মান জানাতে এবার হাজির থাকবেন আনুশকা। এই রেড কার্পেটে থাকবেন হলিউড তারকা কেট উইন্সলেটও। আর তাই, আনুশকার  কান সফর নিয়ে উত্তেজিত অনুরাগীরা। আনুশকার কাছ  থেকেও চমকই প্রত্যাশা করছেন অনুরাগীরা। তবে কান ফিল্ম ফেস্টিভ্যাল সফর নিয়ে এখনও মুখ খোলেননি আনুশকা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

four × 4 =