কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি নিয়ে রোমাঞ্চিত লিটন

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলবেন সাকিব আল হাসান ও লিটন দাস। সাকিব খেলবেন মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে,  সারে জাগুয়ার্সের হয়ে খেলবেন লিটন।

প্রথমবারের মতো কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সুযোগ পেয়ে রোমাঞ্চিত লিটন। এক ভিডিও বার্তায় নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন ডান-হাতি ব্যাটার লিটন, ‘সবাইকে স্বাগত। আমি লিটন দাস। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি দল সারে জাগুয়ার্সের অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। আশা করছি আপনারা আসবেন এবং আমাদের দলকে সমর্থন করবেন। ২০ জুলাই থেকে শুরু হবে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। দেখা হবে তাহলে।’

ছয়টি দলকে নিয়ে আগামী ২০ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত চলবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টের তৃতীয় আসর।

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nine + 3 =