কাল নামিবিয়া আজ স্কটল্যান্ড লঙ্কাকাণ্ড ঘটালো

সালেক সুফী: কাল এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলংকা আজ দুইবারের টি২০ বিশ্ব চ্যাম্পিয়ন বিশাল ব্যাবধানে পরাজিত হলো নামিবিয়া আর স্কটল্যান্ডের কাছে। দুইদিনে পর পর আইসিসির দুই পূর্ণ সদস্যের পতন এবারের বিশ্বকাপকে জমিয়ে  দিলো। দুই গ্রুপে বিভক্ত ৮ দলের কোয়ালিফাইং রাউন্ড এখন উন্মুক্ত।

গ্রুপ এ থেকে শ্রীলংকা আর গ্রুপ বি থেকে শ্রীলংকা এবং ওয়েস্ট ইন্ডিজের কোয়ালিফাই করা অনেকটা অনিশ্চিশ্চয়তায় ছেয়ে গেলো। দুটো দলকেই বাকি দুটি ম্যাচ বড় ব্যাবধানে জয়ী হতে হবে। গ্রুপ এ-তে নেদারল্যান্ড, ইউএই এবং গ্রুপ বি আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে দল দুটি কমশক্তির নয়। দেখে ভালো লাগছে অ্যাসোসিয়েট সদস্য দলগুলো ভালোভাবে এগিয়ে আসছে।

অস্ট্রেলিয়ার মনোরম দ্বীপ তাসমানিয়ার হোবার্টে আজ ওয়েস্ট ইন্ডিজ টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল। স্কটল্যান্ডের কিছু খেলোয়াড়ের ইংলন্ডে লীগ ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। দলের ব্যাটিং যথেষ্ট পরিপক্কতার ছাপ ছিল। বিশেষত জর্জ মুনসে পরিস্থিতির সাথে মানিয়ে দলের ইনিংস ধরে রেখেছিলো। তার অপরাজিত ৬৬ রান দলকে ১৬০/৫ পর্যন্ত পৌঁছাতে মুখ্য ভূমিকা পালন করে।

সূচনায় মাইকেল জোন্স (২০) এবং শেষ দিকে কালুম ম্যাকলয়েড (২৩) অবদান রাখায় মোটামোটি সন্তোষজনক পর্যায়ে পৌঁছে স্কটল্যান্ড। তবে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং গভীরতা বিবেচনায় বিরতিতে টার্গেট কঠিন মনে হয়নি। জেসন হোল্ডার (২/১৪) আর আলজারি জোসেফ (২/২৮) ছাড়া অন্যদের বোলিং ছিল সাদামাটা।

রান তাড়া করতে এসে ওয়েস্ট ইন্ডিজ উদ্দীপ্ত সুশৃঙ্খল স্কটিশ দলের মোকাবিলায় নুইয়ে পড়ে। শুরুতে মায়ার্স (২০) এবং শেষ দিকে হোল্ডার (৩৮) ছাড়া বাকি কেউ তুখোড় বোলিং আর ফিল্ডিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে। বিশেষত স্কটিশ স্পিন আক্রমণের মুখে অস্থির ওয়েস্ট ইন্ডিজকে নবিস মনে হয়। ১১৮ রানে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যাওয়ায় ৪২ রানের বিশাল জয় পায়।

দুইদিনে দুই ফেবারিট দলের পতন টুর্নামেন্টে দলগুলোর সমতার ইঙ্গিত দিচ্ছে। স্কটিশদের জয়ে  মার্ক ওয়াট (৩/১২), মিচেল লিক (২/১৫) এবং ব্রেড হুইট (২/৩২)  বল হাতে মুখ্য ভূমিকা পালন করে।  কিন্তু গোটা দলের তুখোড় ফিল্ডিং এবং চমৎকার কিছু  ক্যাচ দলের সহজ জয় তর‍ান্বিত করে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twenty − one =