কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মদিন আজ

আজ কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের জন্মদিন। আধুনিক বাংলা সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা হিসেবে বিবেচিত বিশ্ববরণ্য এই নির্মাতা শুধু বাংলা চলচ্চিত্রের নয়, ভারতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র জগতেরও এক অবিস্মরণীয় নাম। চলচ্চিত্র নির্মাতা ছাড়াও তিনি ছিলেন একাধারে লেখক, চিত্রনাট্যকার, সঙ্গীত পরিচালক এবং শিল্প নির্দেশক।

১৯২১ সালের ২ মে কলকাতার এক খ্যাতনামা সাহিত্যিক পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পৈত্রিক নিবাস বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার মসুয়া গ্রামে। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর পৌত্র ও সুকুমার রায়ের একমাত্র সন্তান সত্যজিৎ ছোটবেলা থেকেই শিল্প-সাহিত্য-সংস্কৃতির আবহে বড় হন। প্রেসিডেন্সি কলেজ এবং শান্তিনিকেতনে পড়াশোনা শেষে বিজ্ঞাপন সংস্থায় কাজ শুরু করলেও তার মনে গেঁথে ছিল চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন।

সেই স্বপ্নে নতুন জোয়ার আসে ১৯৪৯ সালে কলকাতায় ফরাসি পরিচালক জঁ রনোয়ার সঙ্গে সাক্ষাতে। ‘দি রিভার’ ছবির শুটিং উপলক্ষে কলকাতা সফরে আসা রনোয়ার সঙ্গে সাক্ষাতে সত্যজিৎ তার ‘পথের পাঁচালী’ নির্মাণের পরিকল্পনা ভাগ করে নেন। রনোয়া তাকে উৎসাহ দেন স্বপ্নপূরণের পথে এগিয়ে যেতে। এরপর দীর্ঘ ৬ বছর সংগ্রামের পর ১৯৫৫ সালে মুক্তি পায় ‘পথের পাঁচালী’।

প্রথম ছবিতেই বাজিমাত করেন সত্যজিৎ। ছবিটি ১১টি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে, যার মধ্যে রয়েছে কান চলচ্চিত্র উৎসবে ‘বেস্ট হিউম্যান ডকুমেন্ট’ পুরস্কার। চলচ্চিত্রের পাশাপাশি শিশু-কিশোরদের জন্য লেখা তার সৃষ্টি করা চরিত্র ফেলুদা, প্রফেসর শঙ্কু ও তাড়িনি খুড়ো আজও সমান জনপ্রিয়।

চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন ৩২টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ভারত সরকারের সর্বোচ্চ সম্মান ‘ভারতরত্ন’, এবং আন্তর্জাতিক অঙ্গনে ১৯৯২ সালে অস্কার আসরে আজীবন সম্মাননা। সেই বছরই ৭১ বছর বয়সে তার জীবনাবসান ঘটে, কিন্তু তার সৃষ্টি আজও বাঙালি তথা বিশ্ব চলচ্চিত্রপ্রেমীদের হৃদয়ে জ্বলজ্বল করে।

জাপানি কিংবদন্তি পরিচালক আকিরা কুরোসাওয়া বিভিন্ন সময়ে দেয়া সাক্ষাৎকারে সত্যজিতকে নিয়ে বলেছিলেন যে, তিনি এই বাঙালি নির্মাতার বিশাল বড় একজন ভক্ত। আজ গুণী এই নির্মাতার জন্মদিনে চলচ্চিত্রপ্রেমী বিশ্ব আবারও স্মরণ করছে এই মহান নির্মাতাকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fourteen − eight =