কোক স্টুডিও বাংলার নতুন গানে বগা তালেব

এবার আসছে কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনের নতুন গান। শায়ান চৌধুরী অর্ণবের সংগীতায়োজনে পল্লিকবি জসীমউদ্‌দীনের গানকে কণ্ঠে তুলেছেন তরুণ শিল্পী বগা তালেব। বৃহস্পতিবার (২৫ মে) চট্টগ্রামের বোট ক্লাবে গানটি উন্মোচিত হবে। ফেসবুকেও রাত পৌনে ৯টায় গানটির লাইভ স্ক্রিনিং দেখতে পারবেন সঙ্গীতানুরাগীরা।

গানটির উন্মোচন অনুষ্ঠান শুরু হবে বৃহস্পতিবার রাত ৮টায়। তাদের গানের প্রিমিয়ারে বগা তালেব ও ইদ্রিসের সঙ্গে অর্ণবকে দেখা যাবে। বুধবার কোক স্টুডিওর পক্ষ থেকে প্রকাশিত একটি গুগল ডক ফাইলে সাইনআপের মাধ্যমে এ আয়োজনে যোগদানের জন্য চট্টগ্রামের সঙ্গীতানুরাগীদের আহ্বান জানানো হয়। চার ঘন্টা পর নিবন্ধন বন্ধ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শায়ান চৌধুরী অর্ণবও। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অর্ণব বলেন, “এটা আমার কনসার্ট নয়, আমরা একসঙ্গে আমাদের নতুন গান প্রকাশ করব। যারা আমাদের সঙ্গে যোগ দিতে চান, তারা চট্টগ্রামের বোট ক্লাবে এসে লাইভ স্ক্রীনিংয়ে অংশ নিতে পারেন।”

ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, “গানটা নিয়ে কথা বলবো। বগাকে তো সবাই চেনোই । ইদ্রিসকে না চিনলেও ওর বাজনা সবাই শুনেছো । ‘নয়ন তোমারে’ গানের সানাইয়ের সুর ছিল যার .. তারপর .. কর্ণফুলী নদীর পাড়ে বসে নদীর গানটা শুনবো সবাই প্রথমবার। একটু আড্ডা মারবো .. এটাই ..। চলে আইসো .. আশেপাশে কাজ না থাকলে! এক দুইটা গান করবো হয়তো ..।”

২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে “নাসেক নাসেক” শিরোনামের গান দিয়ে শুরু হয় “কোক স্টুডিও বাংলা”র প্রথম মৌসুম। শ্রোতাদের কাছে গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। প্রথম মৌসুম শেষের পর থেকে তাই ভক্তরা অধীর হয়ে ছিলেন দ্বিতীয় মৌসুমের।

অবশেষে এ বছর ভালোবাসা দিবসে তিন অঞ্চলের ভাষার সমন্বয়ে “মুড়ির টিন” দিয়ে শুরু হয় কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজন। এরপর একে একে ব্যান্ড “মেঘদল” ও জহুরা বাউলের “বনবিবি”, অনিমেষ রায়ের “নাহুবো”, “দেওরা” মুক্তি পায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

one × 4 =