কোক স্টুডিও বাংলায় নতুন গান ‘ফুল ফুটেছে গন্ধ সারা গায়’

কোক স্টুডিও বাংলায় আসছে হৃদয় ভরানো ভালোবাসার গান। ‘ফুল ফুটেছে গন্ধ সারা গায়’ এমন কথায় সাজানো গানটির শিরোনাম ‘ফুল ফুটেছে’। নতুন গানে থাকছেন আরফান মৃধা শিবলু, আলেয়া বেগম ও ইমন চৌধুরী। গানটিতে কণ্ঠ দিয়েছেন আরফান মৃধা শিবলু। যিনি আলোচিত সিনেমা ‘হাওয়া’র ‘সাদা সাদা কালা কালা’ গানটি গেয়ে দর্শক-শ্রোতাদের মন জয় করে নিয়েছিলেন।

গানটিতে শিল্পী আরফান মৃধার সঙ্গে কণ্ঠ দিয়েছেন বাউল শিল্পী আলেয়া বেগম। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। এই গানে কণ্ঠশিল্পীদের সঙ্গে সেতার ও ম্যান্ডালিনও বাজিয়েছেন তিনি। জানা গেছে, শনিবার (১০ জুন) সন্ধ্যায় কোক স্টুডিও বাংলার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে নতুন গানটি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

sixteen + thirteen =