কোক স্টুডিও বাংলার পঞ্চম গান অণর্ব-বগার কণ্ঠে

রোববার (১৫ মে) রাতে কোক স্টুডিও বাংলার প্রথম সিজনের পঞ্চম গান মুক্তি পেয়েছে। ‘চিলতে রোদ’ শিরোনামের এ গানে কণ্ঠ দিয়েছেন কোক স্টুডিও বাংলার পেছনের কারিগর, সংগীতশিল্পী অর্ণব। তার সঙ্গে বগা তালেব কণ্ঠ মিলিয়েছেন আব্বাসউদ্দীন আহমেদের ‘ও কি একবার আসিয়া’ গানের অংশ বিশেষ।

অর্ণব বলেন,‘বুদ্ধ পূর্ণিমায় আমাদের গান। গানটা বগার সঙ্গে গাওয়া খুবই কষ্টকর ছিল। মনটন খারাপ হয়ে, গলাটলা ধরে একাকার অবস্থা! পুরোই জাদুবাস্তব! আশা করি, গানটি সবার ভালো লাগবে।’

অনেকদিন পর আবার অর্ণবের সেই কণ্ঠের মাদকতা পেয়ে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা। পাশাপাশি বগার কণ্ঠের প্রশংসা করছেন। অরুন্ধুতি রায় লিখেছেন, ‘অনবদ্য। একরাশ মুগ্ধতা ছড়িয়ে গেলো, সঙ্গে হাহাকার! মনকে এত ছুঁয়ে গেলো গানটা, বার বার শুনছি। অর্ণব তো অর্ণবই আর বগা তালেব অতুলনীয়। দু’জনেই অনেক অনেক ভালোবাসা নেবেন।’

তারেক হাসান লিখেছেন, ‘টানা ৬ ঘণ্টা ধরে শুনতেছি, তাও শরীরের লোমগুলো প্রতিবারই দাঁড়িয়ে যাচ্ছে। এ যেন হীম শীতল করা এক অনুভূতি। কি যে আছে এই গানে-।’ জাফর নামে একজন লিখেছেন, ‘এখন ভোর পাঁচটা। চারদিক একদম চুপচাপ। তার মধ্যে তোমাদের দুজনের গান মনে হচ্ছিল কষ্টের বৃষ্টি হয়ে কলিজার ওপর ফোঁটা ফোঁটা হয়ে ঝরে পড়ছে। মনে হয় না আর কোনো গান শুনে এভাবে দীর্ঘশ্বাস বের হয়ে আসছে।’ এমন প্রশংসাসূচক অসংখ্য গানে ভরে আছে কমেন্ট বক্স।

রাইজিংবিডি

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

10 + fourteen =