ক্যাটরিনাকে বিয়েতে কে কি উপহার দিলেন

ভিকি কৌশল বিয়ের জন্য নববধূ ক্যাটরিনাকে নীলা পাথরের চারদিকে হীরকখণ্ডবিশিষ্ট আংটি উপহার দিয়েছেন। সেটির বাজারমূল্য ১.৩ কোটি রুপি। ভিকি নিজের স্বপ্নের রাণীকে যুক্তরাজ্যের রাজবধূ লেডি ডায়নার মতোই বিয়ের আংটি উপহার দিলেও ক্যাটরিনা তার দুই প্রাক্তন দিয়েছেন এর চেয়েও দামি উপহার।

বিয়ে উপলক্ষে বলিউড জুটিকে ৩ কোটি রুপির গাড়ি উপহার দিয়েছেন বলিউডের ভাইজান খ্যাত সাল্লু। অন্যদিকে, রণবীর কাপুর দিয়েছেন ২.৭ কোটি রুপির নেকলেস।বলিউডের অন্য তারকারাও ভিক্যাট জুটিকে নানা উপহারে সুশোভিত করেছেন। রণবীরের প্রেমিকা আলিয়া ভাট দিয়েছেন লাখ রুপিমূল্যের সুগন্ধি। ভিক্যাট জুটির প্রতিবেশী আরেক বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা দিয়েছেন ৬.৪ লাখ রুপির হীরার কানের দুল। নবদম্পতিকে বাংলো সাজানোর জন্য বলিউড বাদশাহ শাহরুখ খান উপহার দিয়েছেন দেড় লক্ষ রুপির পেইন্টিং।পিছিয়ে নাই অন্য বলিউড তারকারাও। গ্রিক গড খ্যাত হৃতিক রোশন দিয়েছেন বিএমডব্লু বাইক। ভিকির বন্ধু তাপসী পান্নু দিয়েছেন ১.৪ লাখ রুপির প্লাটিনাম ব্রেসলেট।

তবে ভিকিকে দেওয়া উপহারের দিক থেকে সবাইকে ছাপিয়ে গিয়েছেন ক্যাটরিনা। স্বামী ভিকিকে বিয়ের উপহার হিসেবে ১৫ কোটি রুপির অ্যাপার্টমেন্ট দিয়েছেন ক্যাট! শত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত ৯ ডিসেম্বর রাজস্থানের একটি ঐতিহাসিক প্রাসাদে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল।

আনন্দবাজার

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × one =