ক্যারিয়ারের সবচেয়ে বড় সিনেমার অপেক্ষায় কার্তিক

‘ক্যারিয়ারের সবচেয়ে বড় সিনেমা শুরু করছি’ বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের দাবি ‘ভুলভুলাইয়া থ্রি’ হতে যাচ্ছে তাঁর জীবনের সবচেয়ে বড় সিনেমা। গতকাল শনিবার থেকে শুরু হয়েছে আনিজ বাজমি পরিচালিত সিনেমাটির শুটিং। আর পূজা দেওয়ার ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে কার্তিক জানিয়েছেন, সিনেমাটি তাঁর কাছে অনেক বড় কিছু হতে যাচ্ছে।

এদিকে ‘ভুলভুলাইয়া থ্রি’-তে ‘মঞ্জুলিকা’ হয়ে ফিরছেন বিদ্যা বালান। ‘ভুলভুলাইয়া টু’ ছবিতেও এসেছিল মঞ্জুলিকার গল্প। সেখানে অভিনয় করেছিলেন টাবু। তবে মঞ্জুলিকার চরিত্রে দর্শকের প্রথম পছন্দ বিদ্যাই। তাই ‘ভুলভুলাইয়া থ্রি’-তে বিদ্যাকেই ফিরিয়ে আনছেন পরিচালক অনীশ বাজমি।

সিনেমাটিতে কার্তিক বিদ্যা ছাড়াও আরও দেখা যাবে তৃপ্তি দিমরিকে। মাধুরী দীক্ষিত সিনেমাটিতে অভিনয় করবেন, এমন জল্পনা থাকলেও তা ঘোষণা করা হয়নি।

২০০৭ সালে মুক্তি পেয়েছিল ‘ভুলভুলাইয়া।’ যেখানে মনোবিদের ভূমিকায় দেখা গিয়েছিল অক্ষয়কে। বন্ধু সাইনি আহুজার স্ত্রী বিদ্যা বালানের ‘ভুতুড়ে’ রোগ সারাতে পুরোনো এক বাড়িতে গিয়ে নানা অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হতে দেখা যায় অক্ষয়কে।

২০২২ সালে মুক্তি পায় এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি ‘ভুলভুলাইয়া টু।’ এতে অভিনয় করেছেন কার্তিক, কিয়ারা ও টাবু।

‘ভুলভুলাইয়া টু’ সুপারহিট হয়। তবে এরপরও ‘ভুলভুলাইয়া থ্রি’-তে অক্ষয় কুমার থাকবেন কি না, সে প্রশ্ন উঠে। কিন্তু প্রযোজক-পরিচালক ভরসা রেখেছেন কার্তিকের ওপর। তাই হয়তো কবীর খানের পরিচালনায় ছবি করার পরেও, কার্তিকের মতে এটাই তাঁর জীবনের বিগেস্ট সিনেমা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

17 + 18 =