‘ক্রাইসিস’ নাটকের দৃশ্য আড়াই কোটি বার ‘ভিউ’ 

একজন রিকশাচালকের জীবন সংগ্রামের গল্পে নির্মিত ‘ক্রাইসিস’ নাটকের একটি দৃশ্য নিয়ে আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ওয়াও প্লে টিভির প্রযোজনায় নাটকটি নির্মাণ করেছেন পরিচালক ইদ্রিস হায়দার ও ইশান হায়দার। ঈদুল আজহায় রেড ফিল্মস এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হয়।

এর মধ্যে ওয়াও প্লে টিভির ফেসবুক পেইজে প্রকাশিত নাটকের বেশ কয়েকটির অংশের মধ্যে ৬ মিনিট ১৮ সেকেন্ডের একটি ভিডিও আড়াই কোটিবার ‘ভিউ’ হয়েছে; সেই পোস্টে আট লাখেরও বেশি লাইক পড়েছে। বারো হাজারের মতো মন্তব্য এসেছে।

ভিডিওতে দেখা গেছে, দারিদ্রের কষাঘাতে জর্জর একজন রিকশা চালকের মেয়ে ৩০ টাকায় মাংস কিনতে গেলে মাংসের দোকানী ও পাশে আরেক ক্রেতা তরুণীর বিদ্রুপের শিকার হন। মন্তব্যের ঘরে অনেক দর্শক বলছেন, দৃশ্যটি তাদের হৃদয় ছুঁয়ে গেছে।

পরিচালক ইদ্রিস হায়দার বলেন, “ওটিটি প্লাটফর্ম আমাদের আশা দেখাচ্ছে। ওটিটি প্লাটফর্মের মাধ্যমে আমরা আমাদের চিন্তাগুলো তুলে আনতে পারছি, যা আগে সম্ভবপর ছিল না।”

নাটকে রিকশা চালকের মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন হারুন রশিদ; তার মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন জারা জয়া।

এই নাটকের মধ্য দিয়েই ছোটপর্দায় অভিষেক হল জারার। তারা ছাড়াও এতে অভিনয় করেছেন সাইলা সাথী, রেশমি, ইয়াসিন আদনানাসহ আরও অনেকে।

নাটকে ‘কঠিন সময়’ শিরোনামে একটি গান রয়েছে; এতে কণ্ঠ দেন বাবলু কবির; সঙ্গীত পরিচালনা করেন হাসান এফ জেড।

বিডিনিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

seven + 15 =