ক্রিকেট বিশ্বকাপে থাকছে না উদ্বোধনী অনুষ্ঠান

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না।  লক্ষ্মীবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও নিউ জিল্যান্ড। বিশ্বকাপের বল গড়ানোর একদিন আগের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল কিংবদন্তি আশা ভোঁসলে, অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষালদের। কিন্তু সর্বভারতীয় একটি সংবাদপত্রের খবর অনুযায়ী, বিশ্বকাপের আগে উদ্বোধনী অনুষ্ঠান হবে না। যদিও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এবিষয়ে কিছু জানায়নি।

সংশ্লিষ্ট সংবাদপত্রকে একটি সূত্র জানিয়েছে, বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কোনও পরিকল্পনা ছিল না। তারকা-খচিত উদ্বোধনী অনুষ্ঠান না হলেও ১০ দলের অধিনায়কদের নিয়ে  বিসিসিআই-এর পরিকল্পিত ‘ক্যাপ্টেন্স ডে’ অবশ্য হবে বুধবার।

বিশ্বকাপের আগে খবর প্রকাশিত হয়েছিল, আশা ভোঁসলে, শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, রণবীর সিং, তামান্না ভাটিয়াদের মতো এক ঝাঁক বলিউডি তারকাদের উপস্থিতিতে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এবিষয়ে টুঁ শব্দটি করেনি ঠিকই কিন্তু সর্বভারতীয় স্তরের এক সংবাদপত্রের খবর অনুযায়ী, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না।

সংবাদ প্রতিদিন 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

7 − six =