ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম টিপু মারা গেছেন

বিশিষ্ট ক্রীড়া সংগঠক, টেবিল টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও আরচারি ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম টিপু মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন চপল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার সকালে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করান। এরই মধ্যে মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে চিকিৎসকরা আইসিইউতে রাখেন টিপুকে। অবস্থার অবনতি হলে পরিবারের সিদ্ধান্তে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখান থেকে শারীরিক অবস্থার আর উন্নতি হয়নি।

সত্তর দশক থেকে টেবিল টেনিসের সঙ্গে যুক্ত রফিকুল ইসলাম টিপু। দেশের ক্রীড়াঙ্গনের জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন স্পোর্টস ইভেন্টে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twenty − eight =