গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

মাতৃগর্ভে থাকা অনাগত শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ল্যাবরেটরিগুলোকে এই রায় কঠোরভাবে মানার নির্দেশনাও দেওয়া হয়েছে।রোববার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে শুনানি করেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান।

সাংবাদিকদের তিনি বলেন, গর্ভে থাকা শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ পেলে মাতৃগর্ভেই লিঙ্গ বৈষম্যের শিকার হতে হয়। এতে গর্ভপাতের মতো ঘটনাও ঘটে। তাই গর্ভবতী নারী ও তার পরিবারের সদস্যরা জানতে চাইলেও হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসকরা গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় কোনোভাবেই যেনো প্রকাশ না করেন, হাইকোর্ট সে নির্দেশ দিয়েছেন বলে জানান ইশরাত।

অনাগত শিশুর জন্ম পরিচয় প্রকাশ নিয়ে ২০২০ সালের ২৬ জানুয়ারি জনস্বার্থে একটি রিট দায়ের করেন এক আইনজীবী। চার বছরের বেশি সময় পর রুলের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেওয়া হলো।

গত ২৯ জানুয়ারি মাতৃগর্ভে থাকা অবস্থায় অনাগত শিশুর লিঙ্গ প্রকাশ করা যাবে না মর্মে স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত কমিটির প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়। এই নীতিমালা অনুযায়ী, কোনো ব্যক্তি, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার বা ল্যাবরেটরি কোনো লেখা বা চিহ্ন বা অন্য কোনো উপায়ে শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করতে পারবে না।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × two =