গুগল ডুডলে রূপে-রঙে-ফুলে শ্রীদেবী

জন্মবার্ষিকীতে বলিউড কুইন শ্রীদেবীকে স্মরণ করে নস্টালজিয়া উসকে দিয়ে সিনেমা প্রেমীদের চোখে জল এনে দিল গুগল। ভারতীয় সিনেমার অন্যতম সেরা সুন্দরী, নৃত্যশিল্পী এবং অভিনেত্রীকে বিশেষ ডুডল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। আজ শ্রীদেবীর ৬০তম জন্মবার্ষিকী। তাই শ্রীদেবীকে নিয়ে গুগলের এ বিশেষ ডুডল ।

তামিলনাড়ুতে ১৩ অগস্ট ১৯৬৩ সালে জন্ম প্রখ্যাত এই অভিনেত্রীর। মাত্র চার বছর বয়সে শ্রীদেবী তার চলচ্চিত্র জীবন শুরু করেন। তামিল সিনেমা ‘কান্ধন করুনাই’তে অভিনয় দিয়ে শুরু তার ক্যারিয়ার। শ্রীদেবী একাধিক দক্ষিণ ভারতীয় ভাষায় কথা বলতে শিখেছিলেন, যা তাকে ভারতের অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কাজ করতে সাহায্য করে।

মুম্বাইয়ের শিল্পী ভূমিকা মুখোপাধ্যায় এই ডুডলটি এঁকেছেন বলে জানিয়েছে Google। ডুডল কর্তৃপক্ষ জানায়, তার রং দিয়ে ভারতীয় সিনেমার দর্শন ধরার চেষ্টা করা হয়েছে। আর তার মাঝে স্থান পেয়েছেন শ্রীদেবী। ছবিতে নাচের ভঙ্গিমায় দেখা গেছে তাকে।

দক্ষিণ ভারতের ছবি থেকে কাজ শুরু করার পরে এক সময়ে শ্রীদেবী বলিউডে আসেন। তার পরে সারা ভারতে ছড়িয়ে পড়ে তার নাম। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত একসময়ে ছিল তার ভক্তের সংখ্যা।

১৯৮৭ সালে শ্রীদেবী ‘মিস্টার ইন্ডিয়া’ ছবিতে সাংবাদিকের চরিত্রে অভিনয় করেন। এটি তাঁর কেরিয়ারের অন্যতম সেরা কাজ। শেখর কাপুর পরিচালিত চলচ্চিত্রটি সে বছর অন্যতম সফল সিনেমা ছিল।

হিন্দুস্তান টাইমসের ‘হিন্দি চলচ্চিত্রের সেরা ১০ দেশাত্মবোধক ছবি’ তালিকায় অন্তর্ভুক্ত হয়। এই চলচ্চিত্রের ‘হাওয়া হাওয়াই’ গানের নৃত্যটিকে শ্রীদেবীর অন্যতম স্মরণীয় নাচ বলে মনে করা হয়।

এক সময়ে অভিনয় জগত থেকে কিছুটা দূরে চলে গেলেও ফিরে এসে আবার সফল হন। ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের জুমেইরাহ এমিরেটস টাওয়ারের বাথরুমের বাথটাবে শ্রীদেবীকে মৃত অবস্থায় পাওয়া যায়। জানা যায়, সেখানে নিঃশ্বাস বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি। বিশেষজ্ঞদের মতে, এটি একটি দুর্ঘটনা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

six + 8 =