জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আবারও সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। প্রায় প্রতিদিনই নিজের মতামত সোশ্যাল মিডিয়ায় ব্যক্ত করছেন। এ সপ্তাহেই তার একটি স্ট্যাটাস নিয়ে দারুণ আলোচনা হয়েছে।
যাতে তিনি বলেছেন, তাকে বিভিন্ন প্রেক্ষাপটে কিভাবে বিভিন্ন মতের লোক বিভিন্ন পরিচয় দেয়ার চেষ্টা করেছে। কেউ তার কর্মকাণ্ডে ভেবেছে তিনি ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্ট। কেউ আবার ভেবেছে সিআই এজেন্ট, কেউতো তাকে জামাতকর্মী পর্যন্ত বলেছেন। অথচ বাঁধন নিজেই আজ প্রকাশ করলেন তিনি কখনোই জামাতকে সমর্থন করেন না।
কয়েক বছর আগে বলিউডের প্রখ্যাত নির্মাতা বিশাল ভরদ্বাজের পরিচালনায় নেটফ্লিক্সের সিনেমা ‘খুফিয়া’য় অভিনয় করেছিলেন। সে সময় তার অভিনীত চরিত্রটি নানা বিতর্কের জন্ম দিয়েছিলো।
অবশেষে তা নিয়ে মুখ খুললেন বাঁধন। তিনি একটি স্ট্যাটাসের মাধ্যমে বিশাল ভরদ্বাজের সঙ্গে তার একদিনের কথোপকথন প্রকাশ করেছেন। সেখানেই রয়েছে বাঁধনকে নিয়ে তৈরি হওয়া বেশকিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের অকপট জবাব।
কথোপকথনটি পাঠকের জন্য তুলে ধরা হলো:
বিশাল ভরদ্বাজ, ‘আজমেরি, সবাই যখন না বলেছিল (খুফিয়া’র সেই চরিত্রটির জন্য নুসরাত ইমরোজ তিশা, বিদ্যা সিনহা মিম ও মেহজাবীন চৌধুরীকে আগে প্রস্তাব করা হয়েছিলো বলে জানা যায়), তখন তুমি কেন এই ছবিতে কাজ করতে রাজি হলে?’
আজমেরি (হাসি), ‘স্যার, টাবুকে চুমু খাওয়ার সুযোগ কে মিস করবে? আমরা দুজনেই হেসেছিলাম। কিন্তু সত্যি বলতে, আমি আপনার সঙ্গে কাজ করার সুযোগ হাতছাড়া করতে চাইনি। আমি একজন শিল্পী, আমার ভয় বা সীমাবদ্ধতা থাকা উচিত নয়। আমি চরিত্রটি পছন্দ করেছি।’
বিশাল ভরদ্বাজ, ‘‘তোমার দেশের অনেকেই রাজি হয়নি কাজটি করতে। কেউ কেউ ‘জামাত’ শব্দটি মুছে ফেলতে বলেছিল, আবার কেউ কেউ চুম্বনে রাজি হয়নি। তুমি কেন এই ঝুঁকি নিলে?’
আজমেরি, ‘স্যার, আমি সমকামী ব্যক্তি নই। আমি বিশ্বাস করি প্রত্যেকেরই স্বাধীনভাবে জীবনযাপন করার অধিকার আছে। এবং আমি আমার দেশকে ভালোবাসি – আমি চাই না জামাত বা কোনও চরমপন্থী গোষ্ঠী কখনও ক্ষমতায় আসুক।’
বিশাল ভরদ্বাজ (হাসি), ‘আমি এই চরিত্রের জন্য সঠিক ব্যক্তিকে বেছে নিয়েছি। আমরা একসাথে কাজ করতে পেরে আমি খুব খুশি।’