চলচ্চিত্র পরিচালক তানিম রহমান অংশুর জন্মদিন আজ

আজ চলচ্চিত্র পরিচালক তানিম রহমান অংশুর জন্মদিন। তিনি একজন বাংলাদেশী চলচ্চিত্র ও টেলিভিশন পরিচালক এবং সম্পাদক। তিনি ন ডরাই চলচ্চিত্র পরিচালনার জন্য শ্রেষ্ঠ পরিচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

অংশু ২০১৬ সালে চলচ্চিত্র পরিচালক হিসেবে নাম লেখান আদি চলচ্চিত্র দিয়ে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন এবিএম সুমন ও শায়লা সাবি। চলচ্চিত্রটি এখনো মুক্তি পায়নি। একই বছর তিনি স্বপ্নবাড়ি নামে আরেকটি চলচ্চিত্রের কাজ শুরু করেন। পরবর্তীকালে এর নাম পরিবর্তন করে রাখা হয় স্বপ্নের ঘর। ভৌতিক ঘরানার চলচ্চিত্রটি ২০১৮ সালে মুক্তি পায়। এটি তার পরিচালিত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র। পরের বছর তিনি কক্সবাজারের এক তরুণ নারী সাফারের সত্যি জীবনের গল্প নিয়ে নির্মাণ করেন ন ডরাই। চলচ্চিত্রটি ৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ফাগুন হাওয়ায় চলচ্চিত্রের সাথে যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে পুরস্কৃত হয় এবং অংশু এই চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পরিচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 × four =