চলতি বছরেই দুই বাংলায় মুক্তি পেতে পারে পদাতিক

কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’-এ মৃণালের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। মৃণালের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁর বায়োপিক নির্মাণ করছেন সৃজিত মুখার্জি। সম্প্রতি শেষ হয়েছে সিনেমার শুটিং। চলতি বছরেই সিনেমাটি দুই বাংলায় একসঙ্গে মুক্তির পরিকল্পনা করছেন প্রযোজক ফিরদৌসুল হাসান। এমনটা জানালেন পর্দায় মৃণাল সেনের রূপ দেওয়া চঞ্চল চৌধুরী।

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় মৃণাল সেনরূপে চঞ্চলের কিছু লুক প্রকাশ পেয়েছে। চঞ্চলের সে লুক দেখে বিস্মিত ও মুগ্ধ দর্শক-সমালোচকেরা। প্রশংসার বানে ভাসছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। আসল-নকলে ফারাক করতে পারা মুশকিল বলে মনে করছেন নেটিজেনরা। এবার চঞ্চল জানালেন, নিজেকে চিনতে নিজেরই কষ্ট হচ্ছে তাঁর। মৃণাল সেনের লুকের একটি ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘ছবিটা দেখে প্রথমে আমি নিজেও অবাক হয়ে যাই। এটা মৃণাল সেন নাকি আমি! সত্যটা বুঝতে একটু সময় লেগেছে, সেই সঙ্গে অনেকখানি ভালোও লেগেছে। মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডুর কী অসাধারণ কাজ!’

সেই ফেসবুক পোস্টেই ‘পদাতিক’ সিনেমাটি দুই বাংলায় মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানান চঞ্চল। তিনি জানান, এ বছরেই পদাতিক সিনেমাটি দুই বাংলায় রিলিজ করতে চান সিনেমার প্রযোজক। মৃণাল সেন চরিত্রে অভিনয়ের জন্য তাঁকে নির্বাচন করায় পরিচালক সৃজিত মুখার্জিকে ধন্যবাদও জানান চঞ্চল।

পরিচালক সৃজিত মুখার্জি বলেন, ‘পরিচালক, রাজনৈতিক ধ্যানধারণা, স্বামী এবং পিতার ভূমিকা- মৃণাল সেনের চারটি সত্তা এই সিনেমায় তুলে ধরার চেষ্টা করেছি।’

এই চলচ্চিত্রে সৃজিতকে সহযোগিতা করছেন মৃণাল সেনের ছেলে কুণাল সেন। মৃণাল সেনের পরিবারের পক্ষ থেকে চলচ্চিত্রটি নির্মাণের অনুমতি দিয়েছেন তিনি। বায়োপিকে মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের মনামী ঘোষ, পুত্র কুণাল সেনের চরিত্রে সম্রাট চক্রবর্তী। ফ্রেন্ডস কমিউনিকেশন ও বিগ স্ক্রিন প্রোডাকশনসের ব্যানারে তৈরি হচ্ছে ‘পদাতিক’।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

11 − 9 =