চাটখিলে জোড়া তালির ব্যানারে অনুষ্ঠিত হল নতুন বই উৎসব!!

স্টাফ রিপোর্টার : বর্তমান ক্ষমতাসীন দলের ২০৪১ ভিশনের উল্লেখ্যযোগ্য সাফল্যের একটি হল বছরের শুরুর প্রথম দিনই প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই বিতরণ। ২০৪১ সালের ভিশনকে সামনে রেখে সরকার এগিয়ে থাকলেও পিছিয়ে রয়েছে চাটখিল উপজেলা। বছরের শুরুতে বই উৎসবে সরকার বিনামূল্যে বই বিতরণে কোটি টাকা ব্যয় করলেও সামন্য টাকা খরছ না করে জোড়াতালির ব্যানার দিয়ে করা হল বই বিতরণ উৎসব ২০১৬ইং। ১লা জানুয়ারী চাটখিল উপজেলা প্রশাসন কর্তৃক আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বই বিতরণী অনুষ্ঠানে গিয়ে দেখা যায়, পুরানো একটি ব্যানারে কোন মতে জোড়াতালি দিয়ে ২০১৬ইং লিখে বই বিতরণ উৎসব পালন করা হল। তাও আবার বই বিতরণ উৎসব অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবরাউল হাসান মজুমদার !

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

9 − 8 =