চার বছর পর একসঙ্গে মীর-স্বস্তিকা

বিজয়ার পরে নামের সিনেমায় আবার জুটি বাধতে যাচ্ছে আলোচিত উপস্থাপক মীর ও অভিনেত্রী স্বস্তিকা।

কলকাতার শোবিজ অঙ্গনের এই দুই মুখ জনপ্রিয় মুখ মীর আশরাফ আলী ও স্বস্তিকা মুখার্জি। চার বছর বিরতির পর বড় পর্দায় জুটি বাধচ্ছেন তারা।

‘বিজয়ার পরে’ সিনেমায় দেখা যাবে মীর ও স্বস্তিকাকে। এটি পরিচালনা করছেন অভিজিৎ শ্রী দাস। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হচ্ছে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে আছেন মমতা শংকর ও দীপঙ্কর দে।

সিনেমায় মমতা শংকর ও দীপঙ্কর দে প্রবীণ দম্পতি। তাদের মেয়ে মৃণ্ময়ীর চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা। আর তার স্বামীর চরিত্রে মীর।

স্বস্তিকা বলেন, “অনেকদিন পরে বাংলা সিনেমায় কাজ করবো। মাঝে ওয়েব সিরিজ করলেও, শেষবার ‘শ্রীমতী’ সিনেমায় কাজ করেছিলাম, তা ২০২০ সালের ফেব্রুয়ারি-মার্চে।

স্বস্তিকার সঙ্গে সর্বশেষ ‘মাইকেল’ সিনেমায় অভিনয় করেছেন মীর। ‘বিজয়ার পরে’ আবারো তাদের একসঙ্গে দেখা যাবে। সিনেমাটি নিয়ে মীর বলেন, “এখানে স্বস্তিকার স্বামীর চরিত্রে অভিনয় করছি। মমতা শংকরের সঙ্গে কোনোদিন কাজ করা হয়নি। ‘বিজয়ার পরে’ সেই সুযোগ করে দিলো।

পরিচালক হিসেবে অভিজিতের এটা প্রথম সিনেমা। ‘বিজয়ার পরে’ প্রযোজনা করছে ‘এসআর জুপিটার মোশন পিকচার্স’। ডিসেম্বরে সিনেমাটির শুটিং শুরু হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eight + twenty =