চলচ্চিত্র অভিনেতা নিরব হোসেনের জন্মদিন আজ। মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। তারপর বিলবোর্ড, টিভিসির কাজ দিয়ে দেশের শীর্ষ মডেলদের একজন হয়ে ওঠেন তিনি। করেছেন অসংখ্য নাটকও। বর্তমানে সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় মডেল ও চিত্রনায়ক নিরব হোসেন।
প্রথমদিকে বেশ কিছু নাটকে অভিনয় করার পরে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ২০০৯ সালে পরিচালক শাহীন-সুমনের ‘মন যেখানে হৃদয় সেখানে’ চলচ্চিত্র দিয়ে নিজের চলচ্চিত্র জীবন শুরু করেন। ২০১৭ সালে তিনি সমীর খান পরিচালিত ‘শয়তান’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন।
জন্মদিন প্রসঙ্গে নিরব বলেন, আজ আমার জন্মদিন। তবে জন্মদিন নিয়ে তেমন কোন প্ল্যান নেই। সারাদিন বাসাতেই থাকবো। পরিবার, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে জন্মদিনের অনেক শুভেচ্ছা পাচ্ছি। পরিবারের সবাইকে নিয়ে গতকাল রাতে কেক কেটেছি। আসলে জন্মদিনটা খুব ঘটা করে পালন করতে হবে এমনটা আমার কাছে মনে হয় না। ছোটবেলার মত এখন আর তেমন কোনো এক্সাইট্মেন্ট কাজ করে না। আসলে বয়সের সঙ্গে সঙ্গে অনেক কিছুর পরিবর্তন হয়। তাই খুব ঘটা করে এই দিনটা পালন করা হয় না।
বর্তমানে আমি শিরোনাম সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছি। তবে ঈদে মুক্তির ঘোষণা দিয়েও মুক্তি পায়নি সিনেমাটি। অল্প কিছু অংশ শুটিং বাকি আছে সেটা নিয়ে আপাতত ব্যস্ত আছি।
শিরোনামের কাজ শেষ করে আমরা গোলাপ সিনেমার প্রস্তুতি নেবো। ফার্স্ট লুক প্রকাশ করেছি আমরা। সাসপেন্স থ্রিলার গল্পের সিনেমা হতে যাচ্ছে এটা। তবে আমাকে যারা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই।