চিরকুটে নেই ইমন চৌধুরী

দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুটে আর বাজাতে দেখা যাবে না দলটির অন্যতম সদস্য ইমন চৌধুরীকে। সংবাদমাধ্যমকে এমনটিই জানিয়েছেন চিরকুট প্রধান শারমিন সুলতানা সুমী।

তিনি বলেন, গত এক-দুই বছর ধরে ও (ইমন) একাই শো করছে। একক ক্যারিয়ারে ফোকাস করছে। কিছুদিন আগে আর্মি স্টেডিয়ামে একা শো করেছে, কোক স্টুডিওতেও এককভাবে কাজ করছে। আমরা তার সঙ্গে অনেকবার কথা বলেছি। যেহেতু ও সময় দিতে পারে না, তাই আরেকজন সদস্যকে নিয়ে কাজ করতে হচ্ছে।

সুমী আরও বলেন, গত দুই-তিন বছর ধরে অনেকবার চেষ্টা করেছি। ব্যান্ডের কাজটা এগিয়ে নিতে পারছিলাম না। চিরকুট শুধু গান-বাজনা করে না, এটা একটা লাইফস্টাইল আমাদের জন্য।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে ২০ বছর পূর্তি উদযাপন করেছে চিরকুট। এদিন সেই কনসার্টে দেখা যায়নি ইমনকে। গুঞ্জন জোরালো হয় মূলত তখন থেকেই। বিষয়টি নিয়ে ইমন কিংবা চিরকুট কারো পক্ষ থেকেই আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এবার বিষয়টি প্রকাশ্যে এলো।

২০০২ সালে গঠিত হয় চিরকুট। ২০১০ সালে প্রকাশ হয় তাদের প্রথম অ্যালবাম ‘চিরকুটনামা’। পরবর্তীতে বিভিন্ন অ্যালবাম ও সিনেমার গানে দারুণ জনপ্রিয়তা লাভ করে ব্যান্ডটি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

18 − 8 =