চ্যাটজিপিটিকে টেক্কা দিতে গুগল চালু করল ‌‘বার্ড’

ওপেন এআইয়ের তৈরি বিশ্ব কাপানো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) চ্যাটজিপিটিকে টেক্কা দিতে এবার ‘বার্ড’ চালু করেছে মার্কিন টেক জায়ান্ট গুগল। তবে গুগলের এই এআই চ্যাটবট শুধু ১৮ বছরের ওপরের ব্যক্তিরা ব্যবহার করতে পারবেন। মঙ্গলবার (২১ মার্চ) গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই বলেন, গুগলের প্রায় ৮০ হাজার কর্মী পরীক্ষা করার পর বার্ড বাজারে অবমুক্ত করা হয়েছে। তবে এটি আপাতত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাগরিকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

পিচাই আরও বলেন, মানুষ যখন বার্ড ব্যবহার করতে শুরু করবে, তখন এর সক্ষমতা দেখে রীতিমতো চমকে যাবে। আমরা ব্যবহারকারীদের কাছে বার্ড ব্যবহারের পর মতামত আশা করছি। ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে প্রয়োজনে আমরা এটিকে আরও উন্নত করব।

বিবিসি জানায়, গুগল বার্ড চ্যাটজিপিটি’র মতো পুরোনো তথ্য নয় বরং সম্পূর্ণ নতুন তথ্য দিয়ে সাজানো। তারপরও এর অনেক সীমাবদ্ধতা আছে বলে সতর্ক করেছে গুগল। কেননা এটি বাস্তব জগতের বিভিন্ন তথ্য থেকে শেখে। ভুল তথ্য শিখে সেখান থেকেই সিদ্ধান্ত দেওয়ার শঙ্কা আছে বলে জানানো হয়েছে গুগলের পক্ষ থেকে।

বিবিসি জানায়, গুগল অনেক ধীর গতিতে এবং বেশ সতর্কতার সঙ্গে তাদের চ্যাটবটের এই সংস্করণটি উন্মোচিত করেছে। এটি আপাতত আমেরিকা এবং যুক্তরাজ্যে চালু হয়েছে। গুগলের আগের ল্যাঙ্গুয়েজ মডেল ল্যামডার বংশধর বলা যেতে পারে এটিকে। তবে ল্যামডা কখনই সবার জন্য সম্পূর্ণভাবে উন্মোচিত হয়নি।

গুগলের সিনিয়র প্রোডাক্ট ডিরেক্টর জ্যাক ক্রজাইক বিবিসিকে বলেন, ‘বার্ড মূলত পরীক্ষামূলক পর্যায়ে আছে। সবাই এটাকে সৃজনশীলতার একটি লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করতে পারেন। বার্ড যেনো কোনও প্রকার আক্রমণাত্মক কিছু প্রকাশ না করে সেভাবে এটাকে প্রোগ্রাম করা হয়েছে। যে কোনও ক্ষতিকারক, অবৈধ এবং যৌনতা প্রকাশ করে এমন কিছু এতে ফিল্টার করা হয়েছে।’

বার্ড হলো চ্যাটজিপিটির মতোই একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবট। যেটি মানুষের চাহিদার ভিত্তিতে যেকোনো প্রশ্নের উত্তর, গল্প, কবিতা, বা কোড লিখে দিতে পারে। এর আগে, গত ডিসেম্বরে ওপেন এআইয়ের তৈরি চ্যাটজিপিটি উন্মুক্ত হওয়ার পর বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলে দেয়। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের সর্বশেষ ভার্সন জিপিটি ৪ বাজারে আনার ঘোষণা দিয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ten + four =