চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউ জিল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু’দলের সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল আগেই। লড়াইটা ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। সেই লড়াইয়ে জয় হয়েছে ভারতের। নিউ জিল্যান্ডকে ৪৪ রানে হারিয়ে এ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই সেমিতে গেছে রোহিত শর্মার দল।

শেষ চারে ভারতের প্রতিপক্ষ বি গ্রুপের রানার্সআপ অস্ট্রেলিয়া। অন্যদিকে নিউ জিল্যান্ড পেয়েছে বি গ্রুপের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে।

২৪৯ রানের অল্প পুঁজি গড়েও ভারত বল হাতে দারুণ পারফরম্যান্স দেখালো। নিউ জিল্যান্ড ২৫০ রানের লক্ষ্যে নেমে বরুণ চক্রবর্ত্তীর স্পিন বিষে ২০৫ রানে অলআউট। ভারতীয় স্পিনার পাঁচ উইকেট নিয়ে ৪৪ রানে জয়ের নায়ক।

৪৫.৩ ওভারে নিউ জিল্যান্ডকে অলআউট করেছে ভারত। এই জয়ে ‘এ’ গ্রুপের সেরা তারা। সেমিফাইনালে রোহিত শর্মার দল ‘বি’ গ্রুপে রানার্সআপ অস্ট্রেলিয়াকে পাওয়ায় ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের পুনরাবৃত্তি হবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

16 − 15 =