ছবি পোস্ট করে আলোচনায় এশা গুপ্তা

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে পোস্ট করা নতুন ছবিতে সবকিছু ছাড়িয়ে গেলেন ‘জান্নাত-টু’ অভিনেত্রী এশা গুপ্তা। ছবিতে দেখা যায়, বিছানায় শুয়ে আছেন এশা গুপ্তা। সম্পূর্ণ নগ্ন অবস্থায় তিনি। ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, ‘দ্য ফটোগ্রাফ’।

কিছুদিন আগেই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানান এশা। এরপর সাদা শার্ট পরে সোফায় বসে আছেন এমন একটি খোলামেলা ছবি পোস্ট করেন তিনি।

এশা গুপ্তা ২০০৭ সালে মিস ইন্ডিয়া খেতাব জেতেন। বলিউডের পাশাপাশি ভারতের তেলেগু ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত ‍মুখ তিনি। প্রায়ই খোলামেলা ছবি পোস্ট করে আলোচনায় আসেন এই অভিনেত্রী।

২০১২ সালে ‘জান্নাত-টু’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় এশা গুপ্তার। এরপর ‘রাজ-থ্রি’, ‘হামশাকালস’, ‘রুস্তম’, ‘কমান্ডো-টু’, ‘বাদশাহো’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘দেশি ম্যাজিক’, ‘হেরা ফেরি-থ্রি’ সিনেমায় দেখা যাবে তাকে।

রাইজিংবিডি

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

seven + 8 =