ছেলের দেখা পেলেন শাহরুখ দম্পতি!

গত বৃহস্পতিবারের শুনানিতে জামিন মেলেনি মাদক মামলায় আটক হওয়া শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের। এদিন জামিন মঞ্জুর না করে আগামী ২০ অক্টোবর নতুন শুনানির দিন ধার্য করেছেন আদালত। আপাতত সেই দিনটি পর্যন্ত মুম্বাই কারাগারেই থাকতে হবে তাকে। তবে এরইমধ্যে আরিয়ানের আটক নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।

কেউ বলছে মাদককাণ্ড, কেউ বা দাবি করছেন বিজেপি সরকারের আক্রোশের শিকার হয়েছেন তিনি। তার গ্রেফতার হওয়া নিয়ে ভারতেই দ্বিধা বিভক্তি দেখা গেছে নানা তারকা ও মানুষের মাঝে। এদিকে ছেলের এমন অবস্থায় কষ্টের দিন পার করছেন শাহরুখ ও তার স্ত্রী গৌরী।

জানা গেছে, ছেলের চিন্তায় খাওয়া-ঘুম ঠিকমতো করছেন না তারা। চাইলেও ছেলের সঙ্গে দেখা করতে পারছেন না এই দম্পতি। কারণ করোনা মহামারিতে জেলবন্দিদের পরিবারের সঙ্গে সামনা-সামনি দেখা করা বারণ করেছে জেল কর্তৃপক্ষ। তবে মাসে দুই অথবা তিনবার পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিও কলে কথা বলার নিয়ম রয়েছে। শাহরুখ পুত্রকেও সেই নিয়মে আবদ্ধ থাকতে হচ্ছে। ছেলের খবর জানতে সেই সুযোগ নিলেন আরিয়ানের মা গৌরী।

শুক্রবার ভিডিও কলে শাহরুখ ও গৌরী ছেলের মুখ দেখতে পেলেন। জেলে কী কী ঘটছে, আরিয়ান কী খাবার খাচ্ছেন, কোনো সমস্যা হচ্ছে কি-না।—এমন নানা বিষয়ে ছেলের সঙ্গে কথা বলেছেন তারা। এ সময় কান্নায় ভেঙে পড়েন আরিয়ান ও তার বাবা-মা।

উল্লেখ্য, ছেলেকে মুক্ত করতে সব চেষ্টাই করছেন শাহরুখ খান। তার পাশে ভাইয়ের মতোই পাশে এসে দাঁড়িয়েছেন সালমান খান। তিনি উকিল বাছাই করাসহ নানাভাবে সাহস-পরামর্শ দিয়ে শাহরুখকে সমর্থন দিয়ে চলেছেন। এছাড়া বিপদের এই সময়ে তার পাশে আছেন বলিউডের প্রায় সব তারকা।

ইত্তেফাক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

four × 1 =