ছয় সিনেমায় মাতবে ঈদ

করোনার পর প্রেক্ষাগৃহে ফিরেছে দর্শক। তবে অন্য সময়ের চেয়ে ঈদেই দর্শক উপস্থিতি বেশি পাওয়া যাচ্ছে। তাই ঈদ উপলক্ষেই সিনেমা মুক্তি দিতে ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন নির্মাতা-প্রযোজকেরা। গত রোজার ঈদে মুক্তি পেয়েছিল ৮টি সিনেমা। এবার ঈদেও অনেক সিনেমা মুক্তি দেওয়ার প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছিলেন নির্মাতারা। অনেকে ধরেই নিয়েছিলেন এবারের ঈদে রোজার ঈদের চেয়ে বেশি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছিলেন হলের সংখ্যা বিবেচনায় এত সিনেমা মুক্তির সিদ্ধান্ত হবে আত্মঘাতী। তবে শেষ পর্যন্ত তা আর হচ্ছে না। এবার ঈদে মুক্তি পাচ্ছে ছয়টি সিনেমা।

প্রিয়তমা

এবারও ঈদ মাতাতে আসছেন শাকিব খান। হিমেল আশরাফের পরিচালনায় ‘প্রিয়তমা’ সিনেমায় একেবারেই নতুন লুক নিয়ে দর্শকের সামনে আসছেন তিনি। এতে তাঁর বিপরীতে রয়েছেন কলকাতার ইধিকা পাল। প্রযোজনায় আরশাদ আদনান।

প্রহেলিকা

দীর্ঘ আট বছর পর প্রেক্ষাগৃহে ফিরছেন মাহফুজ আহমেদ। চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ সিনেমার মনা হয়ে ফিরছেন মাহফুজ। এতে তাঁর বিপরীতে অর্পা চরিত্রে আছেন শবনম বুবলী। আরও আছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু প্রমুখ। রঙ্গন মিউজিকের ব্যানারে এটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।

সুড়ঙ্গ

গত কোরবানির ঈদে ‘পরান’ সিনেমার সাফল্যের পর এবার ‘সুড়ঙ্গ’ নিয়ে আসছেন রায়হান রাফি। এবারও সত্য ঘটনার ওপর আস্থা রাখছেন নির্মাতা। এ সিনেমায় জুটি বেঁধেছেন আফরান নিশো ও তমা মির্জা। সুড়ঙ্গ দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে নিশোর।

ক্যাসিনো

দীর্ঘদিন পর ঈদে নতুন সিনেমা মুক্তি পাচ্ছে চিত্রনায়ক নিরবের। সৈকত নাসিরের পরিচালনায় ‘ক্যাসিনো’তে নিরবের বিপরীতে রয়েছেন বুবলী। আরও আছেন তাসকিন রহমান, ডন, দিলরুবা দোয়েল, নিপা আহমেদ রিয়েলি প্রমুখ। সিনেমাটির প্রযোজক রাজিব সারওয়ার।

লাল শাড়ি

ঈদে অপু বিশ্বাস নিয়ে আসছেন তাঁর প্রথম প্রযোজিত সিনেমা ‘লাল শাড়ি’। সরকারি অনুদানের সিনেমাটি সহ-প্রযোজনার পাশাপাশি এতে অভিনয় করেছেন অপু। তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন সাইমন সাদিক। তাঁত ও জামদানির ঐতিহ্যের চিত্র ফুটে উঠবে এ সিনেমায়। সাইমন-অপু ছাড়াও অভিনয়ে আছেন শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ। পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস।

জিম্মি

ঈদে নতুন সিনেমা নিয়ে থাকছেন মনোয়ার হোসেন ডিপজল। ‘জিম্মি’ নামের সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ডিপজল নিজে। যদিও শুটিং শুরুর সময় জানানো হয়েছিল ওয়েব সিরিজ হিসেবে মুক্তি দেওয়া হবে জিম্মি। তখন পরিচালক হিসেবে শোনা গিয়েছিল মনতাজুর রহমান আকবরের নাম। জিম্মিতে ডিপজলের বিপরীতে রয়েছেন শিরিন শিলা।

আলোচনায় এগিয়ে শাকিব ও নিশো

ঈদের সিনেমার আলোচনায় এগিয়ে রয়েছে ঢালিউড সুপাস্টার শাকিব খানের প্রিয়তমা ও আফরান নিশোর সুড়ঙ্গ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে প্রিয়তমা সিনেমায় শাকিব খানের লুক। বিশেষ করে ৮০ বছরের বৃদ্ধের লুকে নজর কেড়েছেন শাকিব। সিনেমার ‘কোরবানি কোরবানি’ গানটিও প্রশংসিত হয়েছে। নির্মাতা হিমেল আশরাফ জানিয়েছেন, ইতিমধ্যে ১০০ সিনেমা হলে বুক হয়েছে প্রিয়তমা সিনেমাটি। আরও হল নিয়ে আলোচনা চলছে।

অন্যদিকে আফরান নিশোর অভিষেক রাঙিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাঁর ভক্তরা। অগ্রিম টিকিট কেনার হিড়িক দেখে তা আরও স্পষ্ট হয়েছে। এ ছাড়া আফরান নিশোর গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় হল না থাকায় নিজস্ব উদ্যোগে সিনেমা দেখার ব্যবস্থা করেছে নিশোভক্তরা। আফরান নিশোর অভিষেককে স্মরণীয় করে রাখতে ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা কোনো কিছুর কমতি রাখছে না। এরই মধ্যে সিনেমাটি সিনেপ্লেক্সসহ আরও ৩০টির মতো সিনেমা হল নিশ্চিত করেছে বলে জানা গেছে।

বুবলীর দুই সিনেমা

নায়ক-নায়িকাদের মধ্যে একমাত্র শবনম বুবলীর দুটি সিনেমা মুক্তি পাচ্ছে। নিরবের সঙ্গে ক্যাসিনো ও মাহফুজের সঙ্গে প্রহেলিকা। ক্যাসিনো দিয়েই শাকিব খানের বাইরে প্রথম অন্য কোনো নায়কের সঙ্গে অভিনয় করেন বুবলী। এ ছাড়া এবারই প্রথম ঈদের সিনেমায় বুবলী সঙ্গে পাচ্ছেন না শাকিবকে। তবে দুটি সিনেমা নিয়েই আশাবাদী এ নায়িকা। বুবলী বলেন, ‘দুটি সিনেমার গল্প ও নির্মাণশৈলী একেবারেই আলাদা। প্রহেলিকা ও ক্যাসিনো আলাদা অভিজ্ঞতা দেবে দর্শককে। এর মধ্যে প্রহেলিকা প্রেম ও দ্রোহের গল্প। আর ক্যাসিনো হচ্ছে অন্ধকার জগতের গল্প।’

আশাবাদী নির্মাতারা

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা প্রতিটি সিনেমার নির্মাতা নিজেদের সিনেমা নিয়ে দারুণ আশাবাদী। প্রিয়তমা সিনেমার পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘সব শ্রেণির দর্শকের জন্য এই সিনেমা। টিজার, পোস্টার, গান—যা কিছু প্রকাশ করেছি, ভীষণ সাড়া ফেলেছে। দর্শকেরাই প্রিয়তমার প্রচার করছে। ইতিমধ্যে ১০০ হল বুক হয়েছে। আরও কিছু হলের সঙ্গে কথা হচ্ছে। আশা করছি সবার হৃদয় ছুঁয়ে যাবে সিনেমাটি।’

প্রহেলিকা সিনেমার পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘দুটি গান ও টিজার প্রকাশ করলাম। সবকিছুতেই পজিটিভ রেসপন্স। গল্প ও অভিনয়নির্ভর সিনেমা এটি। দর্শকই এই সিনেমার

দর্শক নিয়ে আসবেন। সেন্সর বোর্ডেও খুব প্রশংসিত হয়েছে সিনেমাটি।’ সুড়ঙ্গ সিনেমার পরিচালক রায়হান রাফি বলেন, ‘সুড়ঙ্গ আমার স্বপ্নের সিনেমা। আশা করছি, পরানকে ছাড়িয়ে যাবে সুড়ঙ্গ। গল্প কিংবা চরিত্রগুলো সম্পর্কে সেভাবে কিছু প্রকাশ করছি না। দর্শকদের জন্য চমক হিসেবেই রাখছি সেটা।’

এ ছাড়া সৈকত নাসির, বন্ধন বিশ্বাস, ডিপজলও নিজেদের সিনেমা নিয়ে উচ্ছ্বাসিত। সব নির্মাতাই বলছেন দর্শক হলে গিয়ে হতাশ হবেন না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × 5 =