জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা

করোনা-পরবর্তী সময়ে সিনেমা হলে দর্শক ফেরাতে ভূমিকা রেখেছিল দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। সিনেমাটি মুক্তির প্রায় বছরখানেক পর নতুন সিনেমার ঘোষণা দিলেন এ নির্মাতা। শুক্রবার নিজের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেবাশীষ বিশ্বাস জানান, শিগগিরই নতুন সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন তিনি।

সিনেমার নাম ‘তুমি যেখানে আমি সেখানে’। প্রধান চরিত্রে কারা থাকছেন, সেটা জানাননি দেবাশীষ। তিনি বলেন, ‘সাধারণত নায়ক-নায়িকাকে সঙ্গে নিয়ে সিনেমার নাম ঘোষণা দেওয়া হয়। কিন্তু আমি আগে নাম ঘোষণা করলাম। নায়ক ও নায়িকা চূড়ান্ত করে পরে জানাব।’ সিনেমাটি তৈরি হবে নীলাঞ্জনা প্রোডাকশনের ব্যানারে। মেকআপের দায়িত্ব পালন করবেন দেবাশীষ বিশ্বাসের মা গায়ত্রী বিশ্বাস। গান লিখবেন সুদীপ কুমার দীপ। আগামী মে মাসে সিনেমার শুটিং শুরু করার পরিকল্পনা করেছেন নির্মাতা। বর্তমানে চলছে চিত্রনাট্য তৈরির কাজ। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমা দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হয়েছিল দেবাশীষ বিশ্বাসের। এরপর নির্মাণ করেন ‘শুভবিবাহ’ ও ‘ভালোবাসা জিন্দাবাদ’।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

four × 3 =