জমে উঠেছে সিডনি টেস্ট

দুই বিশ্বমোড়ল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড অ্যাশেজ টেস্ট সিরিজ ২০২৫-২৬ চার টেস্ট শেষে স্বাগতিক অস্ট্রেলিয়া এগিয়ে ৩-১।  কাল শুরু হয়েছে ঐতিহাসিক এসসিজিতে শেষ টেস্ট। আজ দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের প্রথম ইনিংসে করা ৩৮৪ রানের জবাবে অস্ট্রেলিয়া শেষ করেছে ১১৬/২।

উইকেট আগের চার টেস্টের চেয়ে ব্যাটিং বান্ধব।যদিও কিছু ফাটল আছে।কয়েকটি বল গুড লেংথ থেকে আচমকা লাফিয়ে উঠেছে। প্রথম দিনে বৃষ্টি বিঘ্ন ঘটায় মাত্র ৪৫ ওভার খেলা  হয়েছিল। ইংল্যান্ড জো বুট এবং হ্যারি ব্রুকের দৃঢ়তায় ২১১/৩ শক্তিশালী অবস্থানে ছিল। প্রথম দিন খেলা শুরুর আগে সম্প্রতি সিডনী বন্ডাই সাগর বিচে সংগঠিত সন্ত্রাসী কাণ্ডের সময় বীরোচিত ভূমিকার জন্য আহমদকে বিশেষ সম্মান জানানো হয়।

১৩৮ বছরের সিডনি টেস্ট ইতিহাসে এই প্রথম অস্ট্রেলিয়া একাদশে কোন স্পিনার ছিল না। প্রথম চয়েস তিন পেসার স্টার্ক, নেসার, বোল্যান্ডের সঙ্গে আছে গ্রিন আর ওয়েবস্টার। অস্ট্রেলিয়ায় ঐতিহ্যগতভাবে এসসিজি উইকেট স্পিন সহায়ক হয়ে থাকে। এই টেস্টে দ্বিতীয় দিনে ইংল্যান্ডের সুযোগ ছিল বিশাল স্কোর করে অস্ট্রেলিয়াকে কোনঠাসা করার।

কিন্তু জো বুট (১৬৪), হ্যারি ব্রুক (৮৪) ১৬৯ রানের বিশাল জুটি সত্ত্বেও অস্ট্রেলিয়ান বোলিং কৌশলে ৩৮৪র বেশি করতে পারেনি।  জো বুট তার ৪১তম টেস্ট সেঞ্চুরি করার পথে ১৫টি চার উপহার দিয়েছে। ৩৫ বছর বয়সী জো রুটের সামনে সম্ভাবনা আছে টেস্ট সেঞ্চুরি এবং মোট টেস্ট রানে ভারত কিংবদন্তি সচিন টেন্ডুলকারকে ছুঁয়ে ফেলার।

ব্রুক ছিল অপেক্ষাকৃত আক্রমণাত্মক। ওর ৯৭ বলে ৮৪ রানের ইনিংসটি আরো দীর্ঘায়িত হলে বড় স্কোর গরে তুলতে পারতো ইংল্যান্ড। এর বাইরে স্মিথ ৪৬ এবং জ্যাক্স ২৭ ছাড়া বাকি সবাই বার্থ হয়েছে। শেষ ৪ উইকেটে সর্ব সাকুল্লে ৯ রান করায় ৩৮৪ রানে শেষ হয় ইংল্যান্ড ইনিংস। ৪/৬০ নেসার ছিল অস্ট্রেলিয়ার সেরা বোলার।  স্টার্ক ২/৯৩ এবং বোলান্ড ২/৮৪ নেসারকে সঙ্গ দিয়েছে।

অস্ট্রেলিয়ান জবাব ছিল সাহসী আর সুদৃঢ়। ট্রাভিস হেড আর ওয়েদারাল্ড অনায়েসে প্রথম উইকেট জুটিতে ৫৭ রান জুড়ে দিয়ে শুভ সূচনা করে। ইংলিশ অধিনায়ক বেন স্টোকস ওয়েদারাল্ডকে  ফিরিয়ে দেয়ার পর লেবুচাঙ (৪৮) সাথী করে ট্রাভিস হেড দ্বিতীয় উইকেট জুটিতে ১০৫ রান যোগ করে অস্ট্রেলিয়াকে স্বস্তির অবস্থানের নিয়ে যায়।

সাদামাটা ইংলিশ বোলিংয়ের একমাত্র ব্যাতিক্রম স্টোকস আবারো লেবুচাঙকে ফেরানোর পর দিনশেষে স্মিথ নৈশ প্রহরী হিসাবে নেসারকে পাঠায়। দিনশেষে অ্যাশেজ সিরিজে দারুন খেলতে থাকা ট্রাভিস হেড ৯১ রানে অপরাজিত আছে। কাল তৃতীয় দিনে প্রথম সেশনে ইংল্যান্ড ঝট ফট কয়েকটি উইকেট নিতে বার্থ হলে অস্ট্রেলিয়া হয়ত প্রথম ইনিংসে বড় লিড নিতে পারে।

সেই ক্ষেত্রে সিডনী টেস্টে সুবিধাজনক অবস্থানে পৌঁছাবে অস্ট্রেলিয়া। কিন্তু বর্তমান অবস্থায় সমানে সমান অবস্থানে আছে দুই দল। কাল কিন্তু পিঙ্ক ডে। ম্যাকগ্রা ফাউন্ডেশন ক্যান্সার তহবিলে সবাই অর্থ যোগান দিয়ে থাকে ব্রেস্ট ক্যান্সার রোগের চিকিৎসার জন্য।

অ্যাশেজ টেস্ট সিরিজ।পঞ্চম টেস্ট, সিডনি ক্রিকেট গ্রাউন্ড

ইংল্যান্ড প্রথম ইনিংস ৩৮৪  অল আউট ( জো বুট ১৬০, হ্যারি ব্রুক ৮৪, জেমি স্মিথ ৪৬, মাইকেল নেসার ৪/৬০, স্কট বোলান্ড ২/৮৫. মিচেল স্টার্ক ২/৯৩)

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ১৬৬/২ (ট্রাভিস হেড ৯১* , মার্নাস লেবুচাঙ ৪৮, বেন স্টোকস ২/৩০)

৮ উইকেট হাতে নিয়ে অস্ট্রেলিয়া ২১৮ রানে পিছিয়ে আছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 × three =