জাতীয় কবিকে নিয়ে জিন্নাহর কণ্ঠে অনুরূপের গান

১১ জ্যৈষ্ঠ (২৫ মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। এ উপলক্ষে নতুন গান প্রকাশ করছে জেড মিউজিক আর্ট। গীতিকার ও লেখক অনুরূপ আইচের কথা, সুর ও সার্বিক তত্ত্বাবধানে নির্মিত ‘কাজী নজরুল’ শিরোনামের গানটি গেয়েছেন জিন্নাহ খান। সংগীত পরিচালনা করেছেন জাহিদ বাশার পংকজ। ২৪ মে জেড মিউজিকের ইউটিউব চ্যানেল প্রকাশিত হবে গানটি।

এ প্রসঙ্গে গায়ক জিন্নাহ খান বলেন, ‘গীতিকার অনুরূপ আইচ আমাকে এমন একটা গান করার সুযোগ দেওয়ায় আমি কৃতজ্ঞ ও অভিভূত। আমার জানামতে, বাংলাদেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ট্রিবিউট করে কোনো মৌলিক গান হয়নি। আমার সুদীর্ঘ গানের ক্যারিয়ারে এমন একটি গানের শিল্পী হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। এটা বাণিজ্যিক গান নয়। এ গান ইতিহাসে ঠাঁই পাবার গান।’

গীতিকার অনুরূপ আইচ বলেন, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে আমি পৃথক দুটি গান রচনা ও সুর করে রেখেছিলাম। কিন্তু গান দুটি কাকে দিয়ে গাওয়াব সেই সিদ্ধান্ত নিতে পারছিলাম না। একদিন জিন্নাহ খানের নতুন একটা গান শুনে নতুন করে তার গায়কীতে মুগ্ধ হলাম। সিদ্ধান্ত নিলাম, কাজী নজরুল গানটি জিন্নাহ খানকে দিয়ে গাওয়াব। যথারীতি তিনি ভালো গেয়েছেন।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × five =