জাহিদ হাসানের জন্মদিন আজ

জীবনের ৫৬ বসন্ত কাটিয়ে আজ ৫৭ বছরে পা রাখলেন ছোটপর্দার নন্দিত অভিনেতা জাহিদ হাসান। ১৯৬৭ সালের আজকের দিনে সিরাজগঞ্জ শহরে জন্মগ্রহণ করেন তিনি। শৈশব থেকে নাটক এবং যাত্রা উপভোগ করা জাহিদের উচ্চমাধ্যমিকে পড়াকালে মাথায় ঢোকে মঞ্চনাটকের ভূত। তখন থেকেই মঞ্চনাটকের মানুষদের সঙ্গে শুরু হয় তার মেলামেশা। মা-বাবা সেসব জানতেও পারেননি। তিনি লুকিয়ে ঢাকা থেকে অভিনয় শেখাতে সিরাজগঞ্জে যাওয়া ‘তরুণ সম্প্রদায়’-এর মানুষের কাছে যেতেন। তাদের কাছে শুনেছিলেন- যারা থিয়েটারকে ভালোবাসবে, মঞ্চ ঝাড়ু দেবে, লেগে থাকবে; তারাই এক সময় ভালো করবে। জাহিদ হাসান বলেন, ‘মা-বাবা চাইতেন আমি ডাক্তার হই; কিন্তু আমার ইচ্ছা ছিল অভিনেতা হওয়ার। থিয়েটারকর্মীদের কথা শুনে আমি থিয়েটারে আসতাম, পুরো হলরুম নিজ হাতে মুছতাম। অভিনয়টা তখন থেকেই ভালো লাগত। শত বাধা সত্ত্বেও লেগে থাকতে চাইতাম। এমনো দিন গেছে, শুধু রিহার্সাল আর রিহার্সাল করে গেছি।’দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় নাটক উপহার দিয়ে সবার প্রিয় হয়ে গেছেন। চলচ্চিত্রেও সফল জাহিদ হাসান। ১৯৮৬ সালে আব্দুল লতিফ বাচ্চু পরিচালিত ‘বলবান’ ছবি দিয়ে বড়পর্দায় তার অভিষেক ঘটে। এর পর কাজ করে প্রশংসা পেয়েছেন হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’, ‘শ্রাবণ মেঘের দিন’, মোস্তফা সরয়ার ফারুকীর ‘মেড ইন বাংলাদেশ’, মোস্তফা কামাল রাজের ‘প্রজাপতি’, তৌকীর আহমেদের ‘হালদা’, গোলাম সোহরাব দোদুলের ‘সাপলুডু’ সিনেমাগুলোয়। মুক্তির অপেক্ষায় আছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ ছবিটি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 × 5 =