জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারাল বাংলাদেশ

দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্ট ৩ উইকেটে জিতেছিল জিম্বাবুয়ে। ফলে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হল। খবর বাসস

চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২২৭ রান করে জিম্বাবুয়ে।

জবাবে সাদমান ইসলাম ও মেহেদি হাসান মিরাজের জোড়া সেঞ্চুরিতে সব উইকেট হারিয়ে ৪৪৪ রান করে বাংলাদেশ। প্রথম ইনিংস থেকে ২১৭ রানের লিড পায় বাংলাদেশ। সাদমান ১২০ ও মিরাজ ১০৪ রান করেন।

প্রথম ইনিংসে ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ম্যাচের তৃতীয় দিন ১১১ রানে অলআউট হয়ে ম্যাচ হারে জিম্বাবুয়ে।

বল হাতে বাংলাদেশের মিরাজ ৩২ রানে ৫ উইকেট নেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fourteen − one =