জিম্বাবুয়ের ঘরোয়া আসর ‘জিম আফ্রো’ প্রথম টি-টেন লিগে খেলবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। সরাসরি চুক্তিতে মুশফিককে দলে নিয়েছে টুর্নামেন্টের দল জোবার্গ বাফালোস।
আগামীকাল জিম আফ্রো টি-টেন লিগের ড্রাফট অনুষ্ঠিত হবে। ড্রাফটের আগেই পাঁচটি দল সরাসরি চুক্তিতে বেশ কিছু ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে।সরাসরি চুক্তিতেই দল পেয়েছেন মুশফিকুর। মুশফিক ছাড়াও ভারতের ইউসুফ পাঠান, ইংল্যান্ডের টম ব্যান্টন ও আফগানিস্তানের নূর আহমেদকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে জোবার্গ বাফালোস।
আগামী ২০ থেকে ২৯ জুলাই টি-টেন লিগটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। জোবার্গ বাফালোস ছাড়াও অন্য চারটি দল হলো- হারারে হ্যারিকেন্স, কেপ টাউন সাম্প আর্মি, ডারবান কালান্দার্স ও বুলাওয়ে ব্রেভস।
সরাসরি চুক্তিতে দল পাওয়া ক্রিকেটাররা :
জোবার্গ বাফালোস : মুশফিকুর রহিম, ইউসুফ পাঠান, টম ব্যান্টন, নূর আহমেদ।
ডারবান কালান্দার্স : আসিফ আলী, সিসান্দা মাগালা, জর্জ লিন্ডে, হজরতউল্লাহ জাজাই।
বুলাওয়ে ব্রেভস : সিকান্দার রাজা, অ্যাস্টন টার্নার, টাইমাল মিলস, বেন ম্যাকডারমট।
হারারে হ্যারিকেন্স : ইয়োইন মরগান, এভিন লুইস, শাহনাওয়াজ দাহানী ও রবিন উথাপ্পা।
কেপ টাউন সাম্প আর্মি : ভানুকা রাজাপাকশে, করিম জানাত, রহমানউল্লাহ গুরবাজ, মাহেশ থিকশানা।
বাসস