জ্যোতিকা জ্যোতির জন্মদিন আজ

টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি ১১ সেপ্টেম্বর, ময়মনসিংহের গৌরীপুরে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৪ সালে লাক্স-আনন্দধারা ফটোজেনিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেরা দশে জায়গা করে নেন। তিনি পড়াশোনা করেছেন ময়মনসিংহের আনন্দমোহন কলেজে। আনন্দমোহন কলেজ থেকে ইংরেজিতে মাস্টার্স করার পর বিসিএস পরীক্ষায় অংশ নেবার কথা ছিল তার। কিন্তু হঠাৎ করেই তিনি মাস্টার্সে অধ্যয়নকালীন ময়মনসিংহের বহুরূপী থিয়েটারে যোগ দেন। তবে এ নাট্যদলের হয়ে মঞ্চে ওঠার সুযোগ হয়নি তার। তাছাড়া বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের পরিবর্তে অভিনয়ের নেশা পেয়ে বসে তাকে। যার কারণে বিসিএস পরীক্ষা আর দেওয়া হয়নি তার। এরপর সারাহ বেগম কবরীর ‘আয়না’ ছবিতে অভিনয় করার সুযোগ পেয়ে যান তিনি। তারপর একে একে ‘নন্দিত নরকে’, ‘জীবনঢুলী’, ‘রাবেয়া’, ‘বেদেনী’, ‘অনিল বাগচীর একদিন’ ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’, ‘লাল মোরগের ঝুটি’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন তিনি।

জ্যোতিকা জ্যোতি অভিনীত এক পর্বের নাটকের মধ্যে অনিমেষ আইচের ‘একটি ঝড়াক্রান্ত শেফালী গাছ’, শতাব্দী জাহিদের ‘স্বপ্নবুনন’, রনির জাগরণের ‘রংটা ধূসর ছিলো’, রাসেল আজমের ‘মুক্তাহীন ঝিনুক’, নজরুল কোরেশীর ‘ভালোবাসার লাল পিঁপড়া’, দিমা নেফার তিতির ‘স্বপ্ন দেখার সাহস’, ইশতিয়াক মাহমুদের ‘মুক্তি’ ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়া তিনি বেশকিছু অনুষ্ঠান উপস্থাপনাও করেছেন। তিনি ২০১৩ সালে ‘কলেজ রোড’ ধারাবাহিক নাটকে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে আরটিভি স্টার অ্যাওয়ার্ডস পুরস্কার লাভ করেন। জ্যোতিকা জ্যোতির জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 + sixteen =