জয়া-সৃজিতের পুরোনো সম্পর্ক: এসব নিয়ে ঝামেলা করি না বললেন মিথিলা

টালিউড নির্মাতা সৃজিত মুখার্জির দুটি সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান—‘রাজকাহিনি’ ও ‘এক যে ছিল রাজা’। ওই সময় সৃজিতের সঙ্গে জয়ার প্রেম নিয়ে অনেক গুঞ্জন ছড়িয়েছিল। ২০১৮ সালের পর আর সৃজিতের সঙ্গে কাজ হয়নি জয়ার। দীর্ঘদিন পর এ মাসে সৃজিত ঘোষণা দিয়েছেন, তাঁর নতুন সিনেমা ‘দশম অবতার’-এ প্রসেনজিৎ, অনির্বাণ ও যীশুর পাশাপাশি জয়াকেও দেখা যাবে। এ ঘোষণার পর সৃজিত-জয়ার সম্পর্কের বিষয়টি আবারও চর্চিত হচ্ছে। বিষয়টি নিয়ে সম্প্রতি কথা বলেছেন সৃজিতপত্নী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মিথিলাকে প্রশ্ন করা হয়, ‘সৃজিতের দশম অবতার-এ জয়া আহসান। একসময় তাঁদের নিয়েও অনেক কথা শোনা যেত, আবার একসঙ্গে কাজ করছেন তাঁরা, কী বলবেন?’ জবাবে মিথিলা বলেন, ‘সে তো কতজনের সঙ্গেই কত কিছু শোনা গেছে। সবাইকে বাদ দিলে কাজের জন্য আর কাউকে পাবে না। পুরোনো কারও সঙ্গে সম্পর্ক থাকতেই পারে, তবে আর কাজ করবেন না, সেটা তো নয়। কাজ তো কাজই। জয়া আপাকে অনেক আগে থেকে চিনি, সৃজিতেরও আগে। যদি ঝামেলা করি, তাহলে তো কাজই হবে না। আমি এসব নিয়ে ঝামেলা করি না, করবও না।’

অতীত নয়, বর্তমানকেই প্রাধান্য দেন তিনি—দাবি করে মিথিলা বলেন, ‘আমাদের বিয়ের ৩ বছর হয়ে গেছে, এখন এই সম্পর্কটা স্ট্যাবল।এসব আর ভাবি না। আর এসব নিয়ে রাগ করে কী করব? এতে কার কী লাভ? কারও কোনো লাভ হয় না। কারও অতীত আমি তো বদলাতে পারব না, সেটা নিয়ে রাগ করে লাভ নেই। তার চেয়ে বর্তমানে ভালো থাকি।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twenty − seventeen =