অভিনেতা টনি ডায়েসের জন্মদিন আজ

টনি ডায়েস। অভিনেতা ও নির্দেশক। তার অভিনয় জীবন শুরু হয় মঞ্চনাটক দিয়ে। ১৯৮৯ সালে ‘নাগরিক নাট্য সম্প্রদায়’-এ যোগ দেন তিনি। এরপর পাঁচ বছর কাজ করেন মঞ্চে। ১৯৯৪ সালে টিভি নাটকে আত্মপ্রকাশ করেন টনি ডায়েস। এরপর ধীরে ধীরে বোকা বাক্সের পর্দায় জনপ্রিয়তা লাভ করেন তিনি।

একুশ শতকের শূন্য দশকে তিনি ছিলেন দারুণ জনপ্রিয়। টিভি খুললেই দেখা যেতো তার নাটক। সাবলীল অভিনয়ে তিনি ছড়িয়ে দিতেন মুগ্ধতা। শুধু নাটকেই নয়, আলো ছড়িয়েছেন সিনেমার পর্দায়ও। দেশের শোবিজ অঙ্গনের এক সময়কার দাপুটে অভিনেতা টনি ডায়েস। এ ছাড়া বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। আজকের এই দিনে (৮ আগস্ট) জন্মগ্রহণ করেন তিনি।

টনি ডায়েস যুক্তরাষ্ট্রে ২০০৯ সাল থেকে স্থায়ীভাবে বাস করছেন। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী প্রিয়া ডায়েস ও একমাত্র মেয়ে অহনা। যুক্তরাষ্ট্রের হুন্ডা নামে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন টনি ডায়েস। অন্যদিকে, সেখানে ‘প্রিয়া ড্যান্স একাডেমি’ নামের একটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন প্রিয়া। এ ছাড়া সেখানকার স্থানীয় চ্যানেলের জন্য অনুষ্ঠানও নির্মাণ করেন তিনি।

১৯৮৯ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ে যোগ দেওয়ার মধ্য দিয়ে টনির অভিনয়জীবনের পথচলা শুরু। ১৯৯৪ সালে তাঁর টেলিভিশন পর্দায় অভিষেক।

২০০৮ সালে ‘মেঘের কোলে রোদ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক টনি ডায়েসের। নারগিস আক্তার পরিচালিত চলচ্চিত্রটি এইডস-বিষয়ক সচেতনতা নিয়ে নির্মিত। এতে তিনি রিয়াজ ও পপির সঙ্গে অভিনয় করেন। ২০১৬ সালে তিনি নারগিস আক্তার পরিচালিত ‘পৌষ মাসের পিরীত’ চলচ্চিত্রে অভিনয় করেন। এটি নগেন্দ্রনাথ মিত্র রচিত ‘রসগল্প’ অবলম্বনে নির্মিত। এতে তাঁর বিপরীতে ছিলেন পপি ও প্রিয়াঙ্কা। ২০১৭ সালে প্রায় চার বছর পর তিনি সৈয়দ জামিম নির্দেশিত ‘অনাহূত’ টেলিভিশন নাটকে অভিনয় করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

seventeen − 11 =